প্রয়োজনে ওয়াটসনকে ওপেনিংয়ে পাঠাও, দিল্লিকে হরভজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুরুর ৫ ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল দিল্লি। তবে পরের দুই ম্যাচে জয় ??িছুটা হলেও আত্মবিশ্বাস দিচ্ছে দলটিকে। যদিও দিল্লির ওপেনিং জুটি বড় দুশ্চিন্তার কারণ রিকি পন্টিংয়ের জন্য। জয়ের দেখা পেলেও ওপেনিং জুটি থেকে বড় রান পায়নি দলটি।
পৃথ্বী শ, ফিল সল্ট বা বাকিদেরকেও ডেভিড ওয়ার্নারের সঙ্গে পাঠিয়ে লাভবান হয়নি দিল্লি। বার বার ওপেনিং জুটি বদলেও সফল হচ্ছেন না পন্টিং। এমন অবস্থায় কটাক্ষ করে কোচিং স্টাফ থেকে শেন ওয়াটসনকে ওয়ার্নারের সঙ্গী করতে বলেছেন হরভজন সিং।

শ চলতি আসরে এক ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। এখনও পর্যন্ত তিনি মোট ছয়টি ম্যাচ খেলেছেন কিন্তু রান করেছেন মোট ৪৭। শ বসিয়ে সল্টকে সুযোগ দিলে তিনিও হচ্ছেন ব্যর্থ। শেষ ম্যাচে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এমন অবস্থায় দিল্লির ওপেনিং জুটি যেভাবে খেলছে, তাতে ওয়াটসনকে আরও ভালো পারফর্ম করতে দেখা যাবে মনে করছেন হরভজন। তিনি বলেন, ‘আমি বলছি দিল্লি ক্যাপিটালসের শেন ওয়াটসনকে খেলানো উচিত। তিনি সম্প্রতি অবসর নিয়েছেন এবং এই মুহূর্তে দিল্লির ওপেনিং জুটি যেভাবে ফ্লপ হচ্ছে তা বিবেচনা করে ওয়াটসনকে প্রয়োজন হবে। তিনি দলের একটি ভালো বিকল্প হতে পারে।’
এদিকে অক্ষর প্যাটেল এবং মনীশ পান্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন হরভজন সিং। তিনি বলেন 'যে মনে হচ্ছে এই পিচে প্রথমে ব্যাট করতে গিয়ে দিল্লি দল ২৫ থেকে ৩০ রান কম করেছে। দিল্লির ব্যাটসম্যানরা মোটেও ভালো ব্যাটিং করেননি।'
'অক্ষর প্যাটেল এবং মণীশ পান্ডে যেভাবে ৫ উইকেটে ৬২ রান থেকে একত্রে ইনিংস পরিচালনা করেছেন, তাদের অবশ্যই প্রশংসা করতে হবে এবং দলের স্কোর ১৪৪ রানে নিয়ে যাওয়ার জন্যও তাদের কৃতিত্ব দেওয়া উচিত' আরও যোগ করেন দেশটির সাবেক এই স্পিনার।