আইপিএলের শেষ অংশে উডের সার্ভিস পাবে না লক্ষ্ণৌ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ অংশে খেলা হবে না মার্ক উডের। মূলত সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড উড়াল দেবেন তিনি। ফলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস যদি প্লে-অফে ওঠেও এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের।
লক্ষ্ণৌয়ের হয়ে এই আইপিএলে চার ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন উড। তাঁর ইকোনমি রেট ৮.১২। তবে শেষ দুই ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি তিনি। চলতি আসরে নিজের প্রথম ম্যাচে নেমেই উড শিকার করেছিলেন ৫ উইকেট।

মে মাসের ২৩ এবং ২৬ তারিখ আইপিএলের প্লে-অফ রয়েছে। অর্থাৎ লোকেশ রাহুলের দল ম্যাচগুলিতে খেললে উডকে পাবে না তারা। দেশের হয়েও নামার কথা রয়েছে উডের। ১ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একটি টেস্ট খেলবে তারা।
এদিকে অসুস্থততার কারণে গেল দুই ম্যাচ খেলা হয়নি উডের। তার জায়গায় একাদশে ছিলেন আফগানিস্তানের নাভিন উল হক। উডের বিকল্প হিসেবে ভালো করে আলো কেড়েছেন এই তরুন পেসার। ফলে ইংলিশ এই ক্রিকেটার চলে গেলেও দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না দলটিকে।
শুধু উডই নন, ইংল্যান্ডের আর এক ক্রিকেটার বেন স্টোকসকেও আইপিএলের শেষ পর্বে পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার গত কয়েকটি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। এছাড়া মে মাসে থাকবেন না আয়ারল্যান্ড টেস্ট এবং অ্যাশেজের প্রস্তুতির কারণে।
এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেত বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের ইচ্ছার বিরুদ্ধে আইপিএল থেকে তাঁদের সরিয়ে এনে আয়ারল্যান্ড টেস্ট খেলতে বাধ্য করবে না। ফলে স্টোকস চাইলে চেন্নাইকে সার্ভিস দিয়েও টেস্ট দলে যোগ দিতে পারবেন।