promotional_ad

দর্শকরা আমাকে ফেয়ারওয়েল দিতে এসেছিল: ধোনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনি আগেও বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই (আইপিএল) তার শেষ মৌসুম। তাই ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে গ্যালিরে ছিল হলুদ জার্সির ছড়াছড়ি। হয়তো ইডেনে এটাই ধোনির শেষ ম্যাচ, এটা ভেবেই এসেছিলেন দর্শকরাও। 


দর্শকরা যেভাবে বিদায় জানালেন ধোনিকে, তিনি নিজেও যেমন করে কথা বললেন, তাতে অবসরের ইঙ্গিত স্পষ্ট। পুরো স্টেডিয়ামে স্রেফ একটাই ধ্বনি উঠলো, ‘ধোনি, ধোনি….’। এক পর্যায়ে ইডেন গার্ডেন্সকে মনে হচ্ছিল চেন্নাইয়ের কোনো স্টেডিয়াম।


promotional_ad

ইডেনকে এমন চেহারায় দেখে আবেগী হয়ে পড়লেন ৪১ বছরের ধোনি। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘আমি শুধু এটাই বলব যে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। প্রচুর মানুষ এসেছেন। এরপর যখন কেকেআরের ম্যাচ হবে, তাদের মধ্যে অধিকাংশ কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। সেটা নিশ্চিতভাবে বলতে পারি। ওরা নিজেদের দলের প্রতি ভালোবাসা উজাড় করে দেন।’


এরপর ধোনি যে কথা বলেন, তাতে অবসরের ইঙ্গিত স্পষ্ট। চেন্নাই অধিনায়কের ভাষায়, ‘আমার মতে, এটা একবারই হলো। ওরা (কলকাতার সমর্থকরা) আমায় ফেয়ারওয়েল দিতে এসেছিল। ওরা বলতে চাইছিলেন যে আমরা মাঠে আসব।


'হলুদ পোশাক পরে আসব। আমার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা দুর্দান্ত। একটি স্টেডিয়ামে হলুদ জার্সি পরা এত মানুষ, তাও কলকাতায় খেলা হচ্ছে। ওদের ধন্যবাদ’ যোগ করেন তিনি।


ধোনির দলের বিপক্ষে অবশ্য এ ম্যাচে যারপরণাই হতাশই হতে হয়েছে কলকাতার সমর্থকদের। হাইস্কোরিং ম্যাচে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে কেকেআর, যা এবারের কিনা আইপিএলে তাদের টানা চতুর্থ হার। ১০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে চেন্নাই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball