খেলার জন্য ওয়ার্নার-মার্শদের ব্যাট-প্যাড চুরি করেছিলেন ট্রাকচালক!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমএলসিতে খেলবেন ওয়ার্নার
১৯ এপ্রিল ২৫
চুরি হওয়ার কদিন পরই উদ্ধার হয় ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শদের চুরি হওয়া ক্রীড়া সরঞ্জাম। সেই সঙ্গে চুরি করা সেই দুই ব্যক্তিকে আটকও করেছে দিল্লি পুলিশ। আটক হওয়া সেই ব্যক্তি জানায় বিক্রি করার জন্য নয়, শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য চুরি করেছিলেন তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) সময়টা ভালো যাচ্ছিলো না দিল্লি ক্যাপিটালসের। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল তারা। মাঠের বাজে পারফরম্যান্সে যখন কুল কিনারা পাচ্ছিলেন না ওয়ার্নাররা তখনই তাদের দুঃসংবাদ শুনতে হয় তাদের।

ফিল সল্ট, যশ ধুল, ওয়ার্নার ও মার্শের চুরি হওয়া সরঞ্জামের মাঝে ১২টি ব্যাট, ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া পায়ের প্যাড, দুই জোড়া থাই প্যাড, একটি অ্যাবডমিনাল গার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা গেছে। পুলিশ তদন্ত করে জানায়, হোটেল বা বিমানবন্দর থেকে চুরি হয়নি এসব।
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
হোটেল ও বিমানবন্দরের মাঝে রাস্তায় দাঁড়িয়ে এসব সরিয়ে ফেলেন দিল্লির সরঞ্জামবহনকারী ট্রাক চালক ও তার সহকারী। ট্রাকচালক এম চেলুভারাজু ও তার সহকারী সুদানশু কুমারকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসে।
তারা বলেন, ‘আমরা ক্রিকেট খেলি নিয়মিত। প্রথমে পরিকল্পনা করি ব্যাট চুরি করব, ব্যাগ খুলে দেখি ব্যবহার করতে পারি এমন অনেক কিছুই আছে। এসব আমরা বিক্রির জন্য চুরি করিনি, খেলব বলে করেছিলাম।’
এদিকে পাঁচ ম্যাচ হারের পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম জয় পায় দিল্লি। সেরা চারে ওঠার লড়াইয়ে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ওয়ার্নারদের। পরের ম্যাচে দিল্লির প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।