promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পেতে পাকিস্তানের হাইব্রিড মডেলের এশিয়া কাপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

কদিন আগে হিন্দুস্তান টাইমস জানায়, এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানকে ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করেছে ভারত। প্রস্তাবটা এমন ছিল এশিয়া কাপের নিজেদের ম্যাচগুলো ঘরের মাঠে খেলবে পাকিস্তান আর নিরপেক্ষ ভেন্যুতে হবে ভারতের খেলা। যদিও নাজাম শেঠি জানিয়েছিলেন, বোর্ড সভায় এমন কিছু আলোচনা হয়নি।


সেই সময় সেটি নাখোচ করলেও এবার নতুন তথ্য জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে নাজাম নিশ্চিত করেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) হাইব্রিড মডেলের এশিয়া কাপের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।


promotional_ad

এ প্রসঙ্গে নাজাম বলেন, ‘আমরা হাইব্রিড মডেলের সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তান তাদের এশিয়া কাপের ম্যাচগুলো ঘরের মাঠে খেলবে আর ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষে ভেন্যুতে খেলবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে আমরা এমন প্রস্তাব দিয়েছি।’


এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন নাজাম। মূলত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পাকিস্তানের মাটিতে পেতেই হাইব্রিড মডেলের এশিয়া কাপ করতে চায় পিসিবি। নাজাম বলেন, ‘আমাদের বলা হয়েছে, হয়তো বরফ গলতে শুরু করবে। আশা করছি ২০২৫ সালে যখন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে। আমাদের বলা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলতে। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যেতেও বলা হয়েছে।’


নিজেদের মাটিতে এশিয়া কাপ করতে না পারলে টুর্নামেন্টে অংশগ্রহণ নাও করতে পারে পাকিস্তান। কদিন আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন নাজাম। যে কারণে ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ১০০ টাকা) ক্ষতির মুখে পড়তেও রাজি ছিলেন তিনি।


রাজনৈতিক অবস্থান ও দেশের সম্মান রক্ষার্থে এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিল পিসিবি। যদিও সেখান থেকে সরে এসেছে তারা। নাজাম নিশ্চিত করেছেন, ভারতের সঙ্গে খেলতে সরকারেরে কোনোরকম বিধিনিষেধ নেই। তবে সম্মানের সঙ্গে ভারতের খেলতে চায় পাকিস্তান।


নাজাম বলেন, ‘ভারতের সঙ্গে খেলার ব্যাপারে আমাদের সরকার কোনোরকম বিধিনিষেধ দেয়নি। তবে এখন আমি বলতে পারি যে, আমরা অভাবী নই এবং আর্থিকভাবেও নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে, আমরা সম্মানের সহিত ভারতের সাথে খেলতে চাই। এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সাথেও আমরা এই ব্যাপারে আলোচনা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball