সূর্যকুমার-গ্রিনের ঝড় থামিয়ে মুম্বাইয়ে জিতল পাঞ্জাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোল্ট-চাহারের আগুনে বোলিং, রোহিতের ঝড়ে মুম্বাইয়ের টানা চার জয়
২২ ঘন্টা আগে
ম্যাচ জিততে শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ১৬ রান। উইকেটে ছিলেন টিম ডেভিড ও তিলক ভার্মা। আর্শদীপ সিংয়ের অফ স্টাম্পের বাইরের নিচু হওয়া ফুলটস ডেলিভারিতে মাত্র একরান নিতে পারেন ডেভিড। পরের বলে তিলক নিতে পারেননি কোনো রানই। বরং তৃতীয় ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
তাতে শেষ তিন বলে প্রয়োজন হয় ১৫ রান। এমন সময় জেসন বেহেনডর্ফের বদলি হিসেবে মাঠে নামা নেহাল ওধেরা বোল্ড হয়েছেন প্রথম বলেই। শেষ দুই বলে জফরা আর্চার নিতে পারেন কেবল মাত্র এক রান। তাতে ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদবের শুরুর ঝড়ের পরও ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে ১৩ রানে হারল মুম্বাই।

ওয়াংখেড়েতে জয়ের জন্য ২১৫ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই ইশান কিশানকে হারায় তারা। আর্শদীপের অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ইশান। তবে ঠিকঠাক খেলতে না পারায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ম্যাথু শর্টকে ক্যাচ দিয়ে ফিরতে হয় ১ রান করা এই ব্যাটারকে।
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
সেখান থেকে গ্রিনকে সঙ্গে নিয়ে মুম্বাইকে টেনে তোলেন রোহিত শর্মা। তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫৪ রান তোলে মুম্বাই। দশম ওভারে গ্রিনের সঙ্গে রোহিতের জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। ডানহাতি এই স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বাইয়ের অধিনায়ক। ভালো শুরু করা রোহিতের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৪৪ রান।
রোহিত ফিরলেও মুম্বাইয়ের রানের গতি সচল রাখেন গ্রিন ও সূর্যকুমার। রাহুল চাহারের বলে লং অন দিয়ে ছক্কা মেরে ৩৮ বলে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন গ্রিন। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি নাথান এলিস। ডানহাতি এই পেসারের ব্যাক অব লেংথের স্লোয়ার ডেলিভারিতে স্যাম কারানকে ক্যাচ দিয়ে আউট হন ৪৩ বলে ৬৭ রান করা গ্রিন।
এদিকে শুরু থেকেই পাঞ্জাবের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন সূর্যকুমার। কারানের বলে চার মেরে ডানহাতি এই ব্যাটার পঞ্চাশ ছুঁয়েছেন ২৩ বলে। যা তার সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি। পরের ওভারে ৫৭ রান করা সূর্যকুমারকে ফেরান আর্শদীপ। শেষ দিকে ডেভিড ১৩ বলে ২৫ রান করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাঞ্জাবের হয়ে ৪ উইকেট নিয়েছেন আর্শদীপ।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে পাঞ্জাব। সফরকারীদের হয়ে কারান ৫৫, হারপ্রীত সিং ৪৪, প্রভসিমরান সিং এবং শেষ দিকে মাত্র ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জিতেশ শর্মা। মুম্বাইয়ের হয়ে গ্রিন ও চাওলা।