promotional_ad

শরীর শতভাগ সায় দিচ্ছে না, জানি না, আমার পরবর্তী ম্যাচ কোনটা হবে: আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কনুই ও আঙুলের চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন জফরা আর্চার। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার সঙ্গে এই সময়ে তিন দফা শল্যবিদের ছুরির নিচেও যেতে হয় এই পেসারকে। কিন্তু লম্বা সময় পর চোট থেকে ফিরে আবারও চোটে ভুগছেন এই ইংলিশম্যান।


২ বছর পর চোট কাটিয়ে এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ দিয়ে মাঠে ফেরেন আর্চার। এরপর দেশকে প্রতিনিধিত্ব করতে মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেন। এরপরভারতে যান আইপিএলে অংশ নিতে।


মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রথম ম্যাচ খেলেছেনও। কিন্তু এরপরই বাধে বিপত্তি! মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচে নেমে কনুইয়ের চোটে পড়ায় আবার ছিটকে গেছেন মাঠের বাইরে। দলটির হয়ে শেষ ৪ ম্যাচ মিস করা আর্চার কবে খেলতে পারবেন, নিশ্চিত করে বলতে পারছেন না।


promotional_ad

ইএসপিএন ক্রিকইনফোকে আর্চার বলেন, ‘পুরোপুরি ফিট হওয়ার পরেও গত দুই সপ্তাহ এভাবে (মাঠের বাইরে) কাটবে বলে আশা করিনি। বুঝতে পারছি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার প্রভাব পড়েছে।'


'চোট থেকে ফিরেই শরীর শতভাগ সায় দিচ্ছে না। বেশ কয়েকবার মনে হয়েছে, চোট অনেক বেশি গুরুতর। জানি না, আমার পরবর্তী ম্যাচ কোনটা হবে। তবে সেরে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি’ যোগ করেন তিনি।


২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ে ইংল্যান্ড দলে বড় ভুমিকা ছিল আর্চারের। আইসিসি টুর্নামেন্ট জয়ের পর পরই চোট বাধা হয়ে দাঁড়ায় তার। মাছের ট্যাংক পরিষ্কার করার সময় হাত থেকে পড়ে ভেঙে গেলে কাচ ঢুকে যায় তাঁর আঙুলে। সেই ঘটনায় ২০২১ সালের আইপিএল খেলা হয়নি।


সে সময় আর্চার রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। চোটের কারণে এই ক্রিকেটার পরের আইপিএলেও খেলতে পারবে না জেনেও তাঁকে ৮ কোটি রুপিতে কিনে নেয় মুম্বাই। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে এ বছর প্রথমবার মাঠে নামেন।


যদিও আর্চারের কথা আভাস দিচ্ছে প্রথম ম্যাচটাই এ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তাঁর শেষ হয়ে থাকল। তবে নিজে খেলতে না পারলেও সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করছেন আর্চার, ‘এখন পর্যন্ত আমরা হারের চেয়ে জিতেছি বেশি। গত বছরের তুলনায় আমরা বেশ অবস্থানে আছি। সবকিছু ঠিকঠাক চলছে।'


'সবাই বেশ খোশমেজাজেই আছে। মুম্বাই আসলেই অনেক বড় মাপের ফ্র্যাঞ্চাইজি। আশা করি আমিও দলের জয়ে অবদান রাখতে পারব। সত্যি বলতে, আমি এখন আরও জোরে বোলিং করতে চাই' আরও যোগ করেন এই ইংলিশম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball