দুই ভেন্যুতে হবে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফ ও ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করা হয়েছে। প্লে অফ ও ফাইনালসহ চার ম্যাচ হবে চেন্নাই ও আহমেদাবাদে।
প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ২৩ ও ২৪ মে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এছাড়া গেল আসরের মত এ আসরেও প্রাধান্য দেয়া হয়েছে আহমেদাবাদকে। ফাইনালসহ দুটি ম্যাচ হবে সেখানে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮ মে ফাইনাল, দুই দিন আগে ২৬ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এর এগে চেন্নাইয়ে মাঠে সবশেষ প্লে অফ হয়েছিল ২০১৯ সালে।

সেবার প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারে খেলবে টেবিলের শীর্ষ দুটি দল। এলিমিনেটরে মুখোমুখি হবে তিন ও চারে থাকা দল।
ম্যাচটির বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। ফাইনালে মুখোমুখি হবে দুই কোয়ালিফায়ারের বিজয়ী দল।
তিন বছরের বিরতি দিয়ে প্রথমবার আইপিএল হচ্ছে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। ২০২০ সালে করোনা মহামারির কারণে আসরটি মার্চ-মে থেকে সেপ্টেম্বর-নভেম্বরে সরিয়ে ন???ওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
পরের বছর গ্রীষ্মে আইপিএল হওয়ার কথা ছিল। কিন্তু জৈব সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিযোগিতার মাঝপথে স্থগিত হয় এবং সেপ্টেম্বরে শুরু হয় আমিরাতে।
গত বছর মার্চ-মে উইন্ডোতে ভারতেই হয়েছিল টুর্নামেন্ট, কিন্তু পুরো লিগ পর্ব হয় মুম্বাই ও পুনের ভেন্যুতে এবং প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে।