অঙ্কনের ৪ রানের আক্ষেপের দিনে মোহামেডানের টানা ষষ্ঠ জয়

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে শুরুটা ভালো ছিল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। যদিও টানা জয়ে তারা সুপার লিগ নিশ্চিত করেছে আগেই। রবিবার তারা ঢাকা লেপার্ডসকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে তারা।
এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করেছিল লেপার্ডস। জবাবে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি মোহামেডান। শূন্য রানে আউট হয়েছেন ওপেনার আব্দুল মজিদ।

যদিও দ্বিতীয় উইকেটে ১৩৪ রান যোগ করেন অধিনায়ক ইমরুল কায়েস ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহিদুল ইসলাম অঙ্কন। এদিনও পেতে পারতেন সেঞ্চুরি। তবে ৯৬ রানে আউট হয়ে ৪ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। অধিনায়ক ইমরুলের ব্যাট থেকে আসে ৬১ বলে ৫৮ রান।
মোহাম্মদ আশরাফুল ৩৬ বলে ২৮ রান করে আউট হয়েছেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৩ রানে ফিরলেও মোহামেডানের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ ও আরিফুল ইসলাম। মিরাজ ৫০ বল ৩৫ ও আরিফুল ৬ বলে ৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
এর আগে বগুড়ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেয়েছিল লেপার্ডস। তারা দলীয় ৪৫ রানে হারায় ওপেনার শোভন মোরলের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটি এসেছে আশিকুর রহমানের ব্যাট থেকে।
এ ছাড়া সোহরাওয়ার্দী শুভর ৪৫ বলে ৩৯, সাব্বির হোসেনের ৩৪ বলে ৩৫ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে লেপার্ডস। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন মিরাজ ও জ্যাক লিনটট। একটি করে উইকেট পান মাহমুদউল্লাহ, খালেদ আহমেদ ও এনামুল হক জুনিয়র।