promotional_ad

অঙ্কনের ৪ রানের আক্ষেপের দিনে মোহামেডানের টানা ষষ্ঠ জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে শুরুটা ভালো ছিল না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। যদিও টানা জয়ে তারা সুপার লিগ নিশ্চিত করেছে আগেই। রবিবার তারা ঢাকা লেপার্ডসকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে তারা।


এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করেছিল লেপার্ডস। জবাবে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি মোহামেডান। শূন্য রানে আউট হয়েছেন ওপেনার আব্দুল মজিদ।


promotional_ad

যদিও দ্বিতীয় উইকেটে ১৩৪ রান যোগ করেন অধিনায়ক ইমরুল কায়েস ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহিদুল ইসলাম অঙ্কন। এদিনও পেতে পারতেন সেঞ্চুরি। তবে ৯৬ রানে আউট হয়ে ৪ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। অধিনায়ক ইমরুলের ব্যাট থেকে আসে ৬১ বলে ৫৮ রান।


মোহাম্মদ আশরাফুল ৩৬ বলে ২৮ রান করে আউট হয়েছেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৩ রানে ফিরলেও মোহামেডানের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ ও আরিফুল ইসলাম। মিরাজ ৫০ বল ৩৫ ও আরিফুল ৬ বলে ৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।


এর আগে বগুড়ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেয়েছিল লেপার্ডস। তারা দলীয় ৪৫ রানে হারায় ওপেনার শোভন মোরলের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটি এসেছে আশিকুর রহমানের ব্যাট থেকে।


এ ছাড়া সোহরাওয়ার্দী শুভর ৪৫ বলে ৩৯, সাব্বির হোসেনের ৩৪ বলে ৩৫ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে লেপার্ডস। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন মিরাজ ও জ্যাক লিনটট। একটি করে উইকেট পান মাহমুদউল্লাহ, খালেদ আহমেদ ও এনামুল হক জুনিয়র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball