‘সাকিব-তামিমদের ছাড়া খেললে পরিবর্তন করা যাবে ডিপিএলের সূচি’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে হার ফাহিমের কাছে ‘পেইনফুল—বিব্রতকর’
৩ ঘন্টা আগে
প্রখর রোদ ও তীব্র গরমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। যা নিয়ে খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগ করেছেন বেশিরভাগ ক্রিকেটাররা। যে কারণে ডিপিএলের সূচিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন আবাহনী লিমিটেডের প্রধান কোচ।
যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচি আর জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কার কারণে ডিপিএলের সূচি পরিবর্তন করা কঠিন বলে মনে করেন নাজমুল হাসান পাপন। তবে বোর্ড সভাপতি জানান, ক্লাবগুলো সাকিব আল হাসান ও তামিম ইকবালদের মতো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া ক্লাবরা খেলতে রাজি হলে পরিবর্তন আনা যেতে পারে সূচিতে।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন।’
‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’
প্রতি বছরে মার্চের মাঝামাঝি শুরু হয় বাংলাদেশের অন্যতম সেরা এই ঘরোয়া টুর্নামেন্ট। যা শেষ হয় এপ্রিলের শেষ নাগাদ। যে সময়টায় বাংলাদেশে বরাবরই রোদের প্রখরতা ও গরম থাকে। তবে অন্যান্যবারের তুলনায় এবার গরমটা একটু বেশি। গেল কদিনে তাপপ্রবাহের তীব্রতা ক্রমশই বেড়ে চলেছে।
শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশি দেশ ভারতেও তীব্র গরম দেখা যাচ্ছে। যার ফলে কলকাতায় বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলজ। যদিও কলকাতার ইডেনে নিয়মিত চলছে আইপিএলের ম্যাচ। দিন দুয়েক আগে আইকনিক স্টেডিয়ামে হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলা।
সেই ম্যাচের সেটার উদাহরণ টেনে পাপন বলেন, ‘আপনি কলকাতার অবস্থা দেখেন, কলকাতায় তো স্কুল-কলেজও বন্ধ করে দিয়েছে কালকে থেকে। কিন্তু খেলা তো হচ্ছে, খেলা তো বন্ধ হবে না। একদিন না দুদিন আগে তো খেলা হলো।