আফ্রিদি ফেরার ম্যাচে কিউইদের উড়িয়ে দিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
৫৬ মিনিট আগে
গত বছরের ১৩ নভেম্বর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান এই ফাস্ট বোলার। তারকা এই বোলার সেরে উঠেন লম্বা সময় পর। মাঝখানে অধিনায়ক হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপা জিতলেও জাতীয় দলে ফিরলেন এবারই। আর তার ফেরার ম্যাচে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৮৮ রানে হারিয়েছে পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে তিন পাকিস্তানি পেসার হারিস রউফ, জামান খান ও আফ্রিদির তোপে একশ রানও করতে পারেনি সফরকারীরা। ৯৪ রানে অলআউট হয় দলটি।

কিউইদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন মার্ক চ্যাপম্যান। ২০ রান আসে অধিনায়ক টম লাথামের ব্যাটে। নিউজিল্যান্ডের মূল সারির ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকায় এই সফরে আগেই দ্বিতীয় সারির ক্রিকেটারদের পাঠায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ফিলিপসের চোটে ছুটি কমল ব্রেসওয়েলের
২৫ জুলাই ২৫
আর এর সুযোগ প্রথম ম্যাচেই নিয়ে নিলো পাকিস্তানিরা। ১৮ রান খরচায় চার উইকেট নেন হারিস রউফ। এক ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। এছাড়া একটি করে উইকেট নেন আফ্রিদি, জামান, ফাহিম আশরাফ এবং শাদাব খান।
আগে ব্যাটিংয়ে নেমে দলটি ৩০ রান তুলতেই দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান (৮) এবং বাবর আজমের (৯) উইকেট হারায়। দুজনকেই ফিরিয়েছেন অ্যাডাম মিলনে। এ দিন পাকিস্তানের হয়ে হাফ সেঞ্চুরিও করতে পারেননি কোনো ব্যাটার।
২৮ বলে ৪৭ রান করেন সায়েম আইয়ুব। ৩৪ বলে ৪৭ রান আসে ফখর জামানের ব্যাটে। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান তোলেন ফখর ও সায়েম। তারপর ম্যাট হেনরির বলে শাদাব ৫ এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হলে আবারও চাপে পড়ে পাকিস্তান।
শেষদিকে ১৬ বলে ২২ রান তোলেন ফাহিম আশরাফ। ইমাদ করেন ১৩ বলে ১৬ রান। হারিস খেলেন ৫ বলে ১১ রানের ইনিংস। কিউইদের হয়ে তিন উইকেট নেন হেনরি। দুটি করে উইকেট নেন মিলনে বেওং বেন লিস্টার।