‘বাবর আমাকে পাকিস্তান দলে আনেনি’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান
৫ এপ্রিল ২৫
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে আলো ছড়িয়েছিলেন উসমান কাদির। যার ফলে পাকিস্তান জাতীয় দলেও ডাক পড়ে তার। পারফর্ম করলেও সমালোচকদের দাবি, বন্ধু বাবর আজমের কারণে সুযোগ পেয়েছেন উসমান। সমালোচকদের এমন কথা উড়িয়ে দিয়েছেন তিনি। এই লেগ স্পিনার জানান, বাবর নন মিসবাহ উল হক তাকে দলে এনেছেন।
২০১৩ সালে পাকিস্তান যুব দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পেয়েছিলেন উসমান। তবে ডানহাতি এই লেগ স্পিনারকে সেসময় খুব একটা পাত্তা দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে জেদ করে অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন উসমান।
গুঞ্জন ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যেতে পারে তাকে। তবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব না পাওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্করচার্সের হয়ে খেলা এই লেগ স্পিনারের। এদিকে তার বাবা আব্দুল কাদিরের স্বপ্ন ছিল ছেলে পাকিস্তানের হয়ে খেলবে। সেই স্বপ্নের অনেকটা কাছে যাওয়ার সুযোগ হয় ২০১৯ সালে।

বাবার মতোই অ্যাকশন, একই ফ্লাইট, গুগলির বৈচিত্র্য থাকা উসমানের প্রথমবার পাকিস্তান জাতীয় দলে ডাক পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। সেই সময় পাকিস্তানের কোচ ও নির্বাচক ছিলেন মিসবাহ। যদিও উসমানের অভিষেক হয়েছে ২০২০ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।
সমালোচকদের জবাব দিতে গিয়ে মিসবাহর কথা উল্লেখ করে উসমান বলেন, ‘চকচক করলেই সোনা হয় না– বাইরে থেকে যা দেখায় তা ভেতর থেকে একরকম নয়। আমি কখনও বাবরের কাছে গিয়ে জিজ্ঞেস করিনি যে আমি খেলছি কি না। সে অধিনায়ক হিসেবে পাকিস্তান দলের প্রতিনিধিত্ব করছে। যিনি দলকে বহন করছেন – পুরো দেশ তাকে দেখছে। তাকে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে, যা একটি কঠিন কাজ।’
‘লোকেরা প্রায়শই দাবি করে যে আমি বন্ধুত্বের ভিত্তিতে দলে এসেছি – যা ভুল। আমি এতদ্বারা স্পষ্ট করতে চাই যে বাবর আমাকে পাকিস্তান দলে আনেননি। ২০১৯ সালে, যখন মিসবাহ-উল-হক নির্বাচক ছিলেন, তিনি আমাকে দলে নিয়ে এসেছিলেন।’
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি খেলেছেন উসমান। খানিকটা খরুচে হলেও ১৯.০৬ গড়ে ২৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। তবুও বাবরকে টেনে উসমানকে সমালোচনা করেন নেটিজেনরা। যার কারণ উসমান ও বাবর ছোটবেলার বন্ধু।
সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাবর আমার বন্ধু – আমার ছোটবেলার বন্ধু – কিন্তু মাঠের বাইরে। মাঠে কোন ধরণের পরিচিতি নেই। অন্য ব্যক্তিকে দোষ দেওয়া ঠিক নয় যে দলে তাদের অন্তর্ভুক্তি বন্ধুত্বের ভিত্তিতে এবং তাদের দক্ষতা বা প্রতিভার ভিত্তিতে নয়।’