বিশ্বকাপে পাকিস্তানের পছন্দের ভেন্যু কলকাতা-চেন্নাই!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
২৫ এপ্রিল ২৫
২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান আর ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। আসন্ন এশিয়া কাপ নিয়ে দুই দেশের মধ্যেই দ্বন্দ্ব চলছে। কোনোভাবেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এমনটা হলে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তানও।
বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে ভারতের ১২টি শহরে। যদিও পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতের দুটি শহরে খেলতে চায়। এর মধ্যে রয়েছে কলকাতা ও চেন্নাই। গ্রুপ পর্বের নয়টি ম্যাচ রয়েছে প্রত্যেক দলের। কিন্তু পাকিস্তানের চাওয়ার ওপর ভিত্তি করে সবগুলো ম্যাচ দুটি ভেন্যুতে দেয়া হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৫ অক্টোবর। পুরো টুর্নামেন্ট জুড়ে হবে ৪৬টি ম্যাচ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্??? ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার
২৫ এপ্রিল ২৫
ভেন্যু হিসেবে প্রাথমিক বিবেচনায় আছে কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ধর্মশালা, গৌহাটি, লক্ষ্ণৌ, ইন্দোর ও রাজকোট। আইসিসি বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে ভারতের এশিয়া কাপে খেলা না খেলার ওপর নির্ভর করছে অনেক কিছু। তবে ভেন্যু হিসেবে পাকিস্তানের পছন্দের তালিকায় রয়েছে কলকাতা ও চেন্নাই।
সেই সূত্রের ভাষ্য মতে, ‘বিসিসিআই এবং ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে একটি পছন্দ দেওয়া হলে, পাকিস্তান তাদের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ কলকাতা এবং চেন্নাইতে খেলতে চাইবে। কলকাতায়, পাকিস্তান ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিল এবং খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে খুব খুশি ছিল। একইভাবে ভেন্যু হিসেবে চেন্নাই পাকিস্তানের জন্য স্মরণীয় হয়ে আছে। এটি নির্দিষ্ট স্থানগুলিতে নিরাপদ বোধ করার বিষয়েও।’
অবশ্য কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে চায়। যদিও ভারত যদি এশিয়া কাপে অংশ নেয় তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তানও।
পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে পিসিবির সেই সূত্র বলেছে, ‘এশিয়া কাপের সময় ভারত পাকিস্তানে খেলা থেকে সরে আসতে চাইলে পাকিস্তানের ভক্তরা চায় না জাতীয় দল ভারতে খেলুক। আমি জানি ভারত পাকিস্তানে না এলে মানুষ চাইবে না যে আমরা ভারতে যাই। মানুষ চায় আমরা আমাদের মাটিতে দাঁড়াই এবং অন্যের থেকে নির্দেশিত না হই।’