ওয়ালশের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স ছিল হতাশাজনক। যার জন্য বড় খেসারত দিতে হচ্ছে কোর্টনি ওয়ালশকে। কিংবদন্তী এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি নবায়ন করছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই মেয়াদেই মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব শেষ হচ্ছে তার।
শুধু ওয়ালসই নন, এই দলে আছেন আরও দুজন। দুই সহকারী কোট সাবেক ব্যাটসম্যান রবার্ট স্যামুয়েলস ও সাবেক পেসার কোরি কলিমোরের সঙ্গেও চুক্তি নবায়ন করছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে কলিমোর আসবেন বাংলাদেশে, দায়িত্ব নেবেন এইচপি দলের।

ওয়ালশ ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপ দিয়ে শেষ হয় যার মেয়াদ। পরবর্তীতে আর তার চুক্তি বাড়ায়নি বিসিবি। ২০২০ সালের অক্টোবরে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।
ওয়ালশের অধিনে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে দেশে ও পাকিস্তানের মাঠে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবিয়ান মেয়েরা হয় রানার্স আপ। তবে গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগেই বিদায় নেয় ক্যারিবিয়ানরা।
ওয়ালশের কোচিংয়ে সব মিলিয়ে ২৪ টি-টোয়েন্টির কেবল ৭টি জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ, ৩২ ওয়ানডেতে জয় কেবল ১১টি। ওয়ালশের কোচিংয়ের সময়টায় উল্লেখযোগ্য ঘটনা ছি??? দলের বড় তারকা ডেন্ড্রা ডটিনের অবসর। গত অগাস্টে আচমকাই মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলকে বিদায় জানান এই অলরাউন্ডার।
ওয়ালশকে বিদায় জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক ও সাবেক অলরাউন্ডার জিমি অ্যাডামস জানান, আপাতত ভারপ্রাপ্ত কোনো কোচ এগিয়ে নেবেন মেয়েদের দলকে। তিনি বলেন, 'গত আড়াই বছরে অবদান রাখার জন্য কোর্টনি ও তার টেকনিক্যাল দলের প্রতি আমরা কৃতজ্ঞ।'
'সামনেও তাদের শুভ কামনা জানাই আমরা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রতিজ্ঞাবদ্ধ এবং এখন আমরা নতুন প্রধান কোচ ও টেকনিক্যাল কমিটি বাছাইয়ে মনোযোগ দেব। এই নিয়োগ প্রক্রিয়ার সময়ে অন্তবর্তীকালীন একটি টেকনিক্যাল টিম দায়িত্ব চালিয়ে নেবে।'