ম্যাচ হারলেও মুস্তাফিজ-নরকিয়াদের প্রশংসায় ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’
১৫ ঘন্টা আগে
মুস্তাফিজুর রহমান এবং অ্যানরিখ নরকিয়ার অসাধারণ ডেথ বোলিংয়ের পরও হার এড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ নিয়ে চার ম্যাচ হেরেছে দলটি। অবশ্য দল হারলেও মুস্তাফিজ-নরকিয়াদের পারফরম্যান্সে সন্তুষ্ট ডেভিড ওয়ার্নার।
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকাতে নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও দ্বিতীয় ওভারে মাত্র দুই রান দিয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে খরুচে বোলিং করলেও পরের ওভারে স্লোয়ার এবং কাটারে রোহিত, তিলক বার্মাদের বেশ ভুগিয়েছেন মুস্তাফিজ।

তৃতীয় ওভারে খরচা করেন ৮ রান। সেই ওভারে ৪৫ বলে ৬৫ রান করা রোহিত শর্মাকে ফিরিয়েছেন তিনি। মুস্তাফিজের বল রোহিতের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক অভিষেক পোরেলের মুঠোয় চলে যায়।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৮ ঘন্টা আগে
মুস্তাফিজ যখন নিজের চতুর্থ ওভার করতে আসেন তখন মুম্বাইয়ের দরকার ১২ বলে ২০ রান। সেই ওভারে ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড একটি করে ছক্কা হাঁকান মুস্তাফিজকে। সেই ওভারে আসে ১৫ রান। নিজের করা চার ওভারে ৩৮ রান খরচায় এক উইকেট নেন মুস্তাফিজ।
শেষ ওভারে জয়ের জন্য ৫ রান লাগত মুম্বাইয়ের। অ্যানরিখ নরকিয়ার দুর্দান্ত কয়েকটি ইয়র্কারে শেষ পর্যন্ত এক বলে ২ রান লাগত রোহিতের দলের। সবকিছু ছাপিয়ে ডেভিডের নেয়া দুই রানে ম্যাচ জিতে মুম্বাই।
ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘আপনি শেষ তিনটি আইপিএল ম্যাচ দেখেছেন, আশ্চর্যজনক। আজ কিন্তু ছেলেরা দুর্দান্ত ছিল। দুটি বল ভুল ছিল এবং এটাই খেলা। আমরা ম্যাচ ফিরিয়ে আনতে ভালো বল করেছি। নরকিয়া বিশ্বমানের এবং আমরা বড় ছেলের কাছ থেকে এটাই আশা করি। মুস্তাফিজও তাই।’
মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচেও জয় তুলতে ব্যর্থ দিল্লি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। আইপিএল পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান করছে দলটি। অপরদিকে এবারের আসরে এটাই প্রথম জয় মুম্বাইয়ের।