৫০৩ কোটি রুপিতে বিশ্বকাপের ৫ ভেন্যু সংস্কার করবে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
২৫ এপ্রিল ২৫
ওয়ানডে বিশ্বকাপ শুরুর মাস সাতেক বাকি থাকলেও ভেন্যু সংস্কার নিয়ে পরিকল্পনা শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের পাঁচটি ভেন্যু সংস্কারে ৫০৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫০ কোটি টাকার মতো) খরচ করবে দেশটির ক্রিকেট বোর্ড।
ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টেস্ট চলাকালীন সমর্থকরা ভেন্যুটির ওয়াশরুম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কারণ স্টেডিয়ামটির বেশিরভাগ ওয়াশরুমগুলো পরিত্যক্ত ছিল। এদিকে একই ঘটনা ঘটেছিল মুম্বাইয়েও।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের আগে একজন সমর্থক ওয়াশরুম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যার ফলে স্টেডিয়ামটি সংস্কার করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, এই দুটি স্টেডিয়ামের সঙ্গে কলকাতা, মোহালি ও হায়দরাবাদের ভেন্যুটি সংস্কার করবে তারা।
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
পিটিআইয়ের দেয়া তথ্য মতে, কয়েকশ কোটি টাকা খরচ করতে হবে বিসিসিআইকে। যেখানে কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্স সংস্কারে খরচ হবে সবচেয়ে বেশি ১২৭.৪৭ কোটি রুপি। এ ছাড়া দিল্লি ১০০ কোটি রুপি, হায়দরাবাদ ১১৭.১৭, মোহালি ৭৯.৪৬ এবং ওয়াংখেড়েতে খরচ হবে ৭৮.৮২ কোটি রুপি।
কেউ স্টেডিয়ামের ছাদ সংস্কার করতে চাইলে আরও বাড়বে খরচের পরিমাণ। তবে ভেন্যুর কাঠামোগত কারণে দিল্লির স্টেডিয়ামের ছাদ সংস্কার করা সম্ভব নয়। কারণ এটা অনেক বেশি ব্যয়বহুল। এদিকে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি স্টেডিয়ামের প্রাথমিক তালিকা করা হয়েছে।
যেখানে আহমেদাবাদের সঙ্গে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গোহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাই। ৪৬ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা রয়েছে আহমেদাবাদে। সবশেষ ২০১১ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত।