মোহামেডানের হয়ে বাকি ম্যাচগুলোতেও খেলবেন সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। তবে মোহামেডান সুপার লিগে উঠতে না পারায় দল বদলে অভিজ্ঞ এই অলরাউন্ডার খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এবারও টুর্নামেন্ট শুরুর আগে মোহামেডানের জার্সিতে সব ম্যাচে খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি।
ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তির সময় সাকিব বলেছিলেন, 'ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার, বাকিটা দেখা যাক।' কাগজে কলমে কিংবা বাস্তবতা, সবকিছুতেই এমন কিছু হওয়া প্রায় অসম্ভব ছিল। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) নিলাম থেকে সাকিবকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করে কলকাতা শিবিরে যোগ দেয়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে পারিবারিক কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। গুঞ্জন ছিল আইরিশদের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার দিন রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে
২৫ মার্চ ২৫
যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে না গিয়ে ডিপিএল খেলতে নেমে গেছেন সাকিব। ইতোমধ্যে দুটি ম্যাচও খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মোহামেডানের জার্সিতে গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে তার। যেখানে ১৪ এপ্রিল তাদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ১৭ এপ্রিল তারা খেলবে ঢাকা লেপার্ডসের সঙ্গে।
গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সদস্য সচিব জিএম সাব্বির। তিনি বলেন, ‘মোহামেডানের হয়ে পরবর্তী সবগুলো ম্যাচেই খেলবেন সাকিব।’ ফলে ঈদের ডিপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যেতে পারেন সাকিব। যদিও ঈদের পর সুপার লিগের খেলা রয়েছে।
এদিকে এবারের আসরে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দিতেই বদলে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব যোগ দেয়ার আগে পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল তারা। সেই পয়েন্টও ইমরুল কায়েসের দল পেয়েছিল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়।
সাকিব খেলা পরের তিন ম্যাচেই জিতেছে মোহামেডান। সাত পয়েন্ট নিয়ে বর্তমানে ছয় নম্বরে রয়েছে তারা। তাতে করে সুপার লিগে খেলার স্বপ্ন টিকে আছে সাকিবের দলের। নিজেদের সবশেষ ম্যাচে জ্যাক লিনটটের ঘূর্ণিতে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তারা।