promotional_ad

সুমনের আগুনে বোলিংয়ের পর গাজী গ্রুপের জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান

২৬ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

শের ই বাংলা স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরিয়েছেন সুমন খান। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করেই সিটি ক্লাবকে ২১০ রানে অল আউট করে দিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর সেই লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখেই।


হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে গাজী গ্রুপকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী মারুফ ও হাবিবুর রহমান সোহান। এই দুজনে যোগ করেন ৩৭ রান। সোহান ২১ রান করে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৬ রান করে আউট হয়েছেন মারুফ।


promotional_ad

হাফ সেঞ্চুরি পেতে পারতেন ফরহাদ হোসেনও। তিনি ২ রানের আক্ষেপে পুড়েছেন। ৬৫ বলে ৪৮ করে আউট হয়েছেন তিনি। এরপর আকবর আলীর ৫০ ও রবি তেজার অপরাজিত ১৮ রানে ভর করে ৩ ওভার আগেই জয় নিশ্চিত করেছে গাজী গ্রুপ।


সিটি ক্লাবের হয়ে দুটি উইকেট নেন মইনুল ইসলাম। একটি করে উইকেট পান আসিফ হাসান ও মাজ আহমেদ। এর আগে এই ম্যাচে টসে জিতে সিটি ক্লাবকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল গাজী গ্রুপ। দলীয় ১০ রানের মধ্যে তাদের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন গাজী গ্রুপ।


অবশ্য ওপেনার মইনুলের ৩৭, মাজের ২৫ রানে তারা কিছুটা ঘুরে দাঁড়ায়। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন আসিফ আহমেদ রাতুল। শেষদিকে আব্দুল্লাহ আল মামুনের ৪৭ রানে কোনো  মতে লড়াইয়ের পুঁজি পায় সিটি ক্লাব।


সুমন ৪ উইকেট নিতে খরচা করেছেন ৫০ রান। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন এনামুল হক ও টিপু সুলতান। একটি উইকেট নেন কাজী অনিক। এ নিয়ে ৯ ম্যাচ খেলে চতুর্থ জয়ের দেখা পেল গাজী গ্রুপ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন পাঁচ নম্বরে। সুপার লিগ নিশ্চিত করতে বাকি ম্যাচগুলোতে তাদের জয়ের বিকল্প নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball