promotional_ad

এশিয়া কাপ না খেলে ৩২ কোটি টাকা হারাতেও রাজি পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

২৫ এপ্রিল ২৫
পাকিস্তানের জার্সিতে নিদা দার, পিসিবি

পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে জল্পনা-কল্পনা যেন শেষই হচ্ছে না। আয়োজক পাকিস্তান হলেও তারা টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। নিজেদের মাটিতে এশিয়া কাপ করতে না পারলে টুর্নামেন্টে অংশগ্রহণ নাও করতে পারে পাকিস্তান। এমন ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি।


এশিয়া কাপে না খেললে ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ১০০ টাকা) ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। রাজনৈতিক অবস্থান ও দেশের সম্মান রক্ষার্থে সেই ক্ষতি মেনে নিতে রাজি পিসিবি। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজাম।


promotional_ad

এ প্রসঙ্গে পিসিবি সভাপতি বলেন, ‘আমরা যদি এশিয়া কাপ না খেলি তাহলে আমাদের ৩ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হবে। আমরা যদি বিশ্বকাপ না খেলি বা বয়কট করি তাহলে আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের খেলা অনেক গুরুত্বপূর্ণ। সেটা না হলে সমস্যা দেখা দেবে। আর টাকা আমাদের একটা বড় সমস্যা ছিল।’


‘আমি যদি ব্যক্তিগত মতামত দেই তাহলে বলব পিসিবির এতদিন আইসিসির টাকার উপর নির্ভর ছিল। তাই আমাদের তাদের শর্তে রাজি হতে হয়েছিল। তবে পিএসএল এখন পিসিবিকে স্বাধীন করেছে। আইসিসির কাছে থেকে আমরা যে পরিমাণ অর্থ পাই একই পরিমাণ পিএসএল থেকেও পাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজনৈতিক অবস্থান ও দেশের সম্মানের জন্য ৩ মিলিয়ন ডলার ক্ষতি বহন করতে প্রস্তুত।’


২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি। পাকিস্তান আয়োজক হলেও ভারত সরকার অনুমতি না দেয়ায় সেখানে দল পাঠাতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মাদের নিয়ে এমন খবর জানিয়েছিলেন বিসিসিআই সচিব ও এসিসির চেয়ারম্যান জয় শাহ। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছিলেন নিরপেক্ষ ভেন্যুতে হবে এবারের এশিয়া কাপ।


যদিও এমন প্রস্তাবে রাজি হয়নি পিসিবি। নিজেদের মাটিতে ভারতকে নিয়ে এশিয়া কাপ আয়োজন সর্বাত্মক চেষ্টা করছে নাজামের বোর্ড। কদিন আগে তা নিয়ে বৈঠকও হয়েছে। তবে ইতিবাচক কোনো খবর আসেনি। সেই বৈঠকে জয় শাহকে নাজাম বলেছিলেন, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায় তাহলেও তারাও অক্টোবর-নভেম্বরে তাদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না।


পাকিস্তানের সব মানুষেরই এমন চাওয়া বলে জানান পিসিবি সভাপতি। নাজাম বলেন, ‘ব্যাপারটা আমি জানি যে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে দেশের মানুষ চায় আমরাও যেন না চাই। মানুষ চায় আমাদের খেলা হোক এবং আমরা যেন অন্যের নির্দেশে সরে না দাঁড়াই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball