পারফরম্যান্স নেই, তবুও নির্বাচকদের ভাবনাতে আছেন সৌম্য

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সৌম্যর ১৫৩* রানের পর রূপগঞ্জের বিশাল জয়
২৩ এপ্রিল ২৫
এক সময় বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন সৌম্য সরকার। যদিও ধারাবাহিকতার অভাব ও পরবর্তীতে রান খরায় এখন জাতীয় দলের আশেপাশেও নেই বাঁহাতি এই ব্যাটার। যদিও দারুণ সম্ভাবনা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি।
দারুণ সব পারফরম্যান্স করে সবার নজর কেড়েছিলেন তিনি। যদিও সেই ছন্দ এখন হারিয়ে খুঁজছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরেও প্রায় নিষ্প্রভ সৌম্যর ব্যাট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে ৯ ম্যাচে ২০.১৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৬১ রান।
মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলতে নেমে আউট হয়েছেন মাত্র ৯ রান করে। অথচ দুই মৌসুম আগেই এই ডিপিএলেই প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তার এমন পারফরম্যান্সে হতাশ নির্বাচকরাও। হাবিবুল বাশার অবশ্য জানিয়েছেন, এখনও তাদের চিন্তাভাবনার মধ্যে আছেন সৌম্য।

জাতীয় দলের নির্বাচক বলেছেন, 'সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না। কিছুদিন আগেও জাতীয় দলে ছিল। বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।'
বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, দাবি বাশারের
৯ ফেব্রুয়ারি ২৫
প্রতিভার খাতিরেই অনেক সময় সমর্থন পেয়েছেন সৌম্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পারফরম্যান্স বিবেচনায় না এনেই দলে ফেরানো হয়েছিল তাকে। খেলানো হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।
সেই সিরিজে তার ব্যাট থেকে এসেছিল ২৩ ও ৪ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪, ১৫, ০ ও ২০ রান করেছিলেন তিনি। এরপর তাকে আবারও বাদ দেয়া হয়। বাশার মনে করেন এমন বাজে পরিস্থিতি থেকে বের হতে সৌম্যকেই উপায় খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, 'ওর সাথে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় প???য়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে সেটা নিজেকেই বের করতে হবে।'
তিনি যোগ করেন, 'ব্যাটিং প্ল্যান... সব ব্যাটারের একটা ব্যাটিং প্ল্যান থাকে, একটা নিজস্ব প্ল্যান নিয়ে মাঠে নামে। সেটা হতে পারে কোন বোলারকে মারবে, কোন বোলারকে মারবে না, কোন দিক ছোট, কোন দিকে বাতাস আছে। এমন সব ব্যাটারেরই কিছু বেসিক প্ল্যান থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং প্ল্যান ঠিক করতে হবে, কীভাবে ও ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। ওর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে,' যোগ করেন এ নির্বাচক।