promotional_ad

শ্বাসরুদ্ধকর জয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সের আশা বাচিয়ে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জেক লিনটটের ঘূর্ণিতে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। ফলে এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে সেরা ছয়ে উঠে এলো মোহামেডান। 


এদিন জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নকে ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মোহামেডান। কিন্তু ব্যাটিংয়ে  নেমে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ১০ রানে সঙ্গীকে হারালেও সাব্বির হোসেনকে নিয়ে রান বাড়াতে থাকেন আনিসুল ইসলাম।


promotional_ad

এর মাঝে সাকিব আবারও আঘাত হানেন ব্রাদার্স শিবিরে। ১২ রান করে সাব্বির ফিরে যান ইমরুলকে ক্যাচ দিয়ে। তবে দুই উইকেট হারালেও জাহিদউজ্জামান খানের সঙ্গে জুটি বেধে রান তুলতে থাকেন আনিসুল। তাদের ব্যাটে দলীয় রান ৫০ পার হওয়ার সঙ্গে ব্রাদার্স পৌঁছে যায় ১০০'র ঘরেও।


হাফ সেঞ্চুরির পথে হাঁটছিলেন দুই ব্যাটারই। কিন্তু লিনটটের ঘূর্ণি বড় বিপদ ডেকে আনে ব্রাদার্সের। জোড়া আঘাতে ফেরেন আনিসুল, জাহিদ। এরপর একে একে এই চায়নাম্যান তুলে নেন নাদিফ, আরাফাত সানি ও রাহাতকেও। ভালো অবস্থানে থেকে ১৫২ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি।


এরপর অবশ্য মিনহাজুল আবেদিনের ব্যাটে আশার আলো দেখেছিল ব্রাদার্স। যদিও শুভাগত হোম এসে দলীয় ১৭০ রানে তাকে ফিরিয়ে ইমরুলবাহিনীকে ম্যাচে ফেরান। শেষ ১৮ বলে ১১ রান প্রয়োজন হলে মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৮০ রানে আব্দুল গাফফার বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন। তাকে ফিরিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন মিরাজ। ১৮০ রানে থামে ব্রাদার্স। ৩৭ রানে ৫ উইকেট নেন লিনটট।  


এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মোহামেডান। ইমরুল কায়েস ৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১৪, সৌম্য সরকার ৯ ও মেহেদি হাসান মিরাজ রান আউটে ফেরেন ৭ রানে। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিবের প্রাণপন চেষ্টায় ঘুরে দাঁড়ায় মোহামেডান।


এই দুই তারকার লড়াই-সংগ্রামের পরও শেষ পর্যন্ত ২০০'র ঘরে পৌছাতে ব্যর্থ হয় মোহামেডান। অলআউট হয় ১৯০ রানে। রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর লিনটট ৫২ বলে করেন ২৮ রান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট ন্নে মোহর শেখ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball