promotional_ad

বাবরের অধিনায়কত্ব কেড়ে নিতে চেয়েছিলেন আফ্রিদিরা!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান

১০ ঘন্টা আগে
ফাইল ছবি

রমিজ রাজার বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নেন নাজাম শেঠি। পুরাতন নির্বাচক কমিটি ভেঙে দিয়ে অন্তর্বতীকালীন কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। সেই কমিটির প্রধান করা হয়েছিল শহীদ আফ্রিদিকে।


যদিও কদিন পরেই তাকে সরিয়ে নিয়ে পূর্ণকালীন নির্বাচক কমিটি ঘোষণা করে পিসিবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদির নির্বাচক প্যানেলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শেঠি। তিনি জানিয়েছিলেন দায়িত্ব নেয়ার আগেই নাকি তারা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন।


promotional_ad

সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন পিসিবি প্রধান। শেঠি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচক কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, তারা আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করা দরকার।’


আরো পড়ুন

বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

১৯ জুন ২৫
বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার, ফাইল ফটো

অবশ্য দায়িত্ব নেয়ার পরই সুর পাল্টেছিলেন আফ্রিদিরা। তখন তাদেরকে স্বাগত জানিয়েছিলেন শেঠি। তিনি বলেন, 'নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলেছিল বাবরের বদলির কোনও প্রয়োজন নেই। আমি তাদের বলেছিলাম যে, আপনারা আপনাদের মন পরিবর্তনের অধিকারী।’


বাবরের অধীনে পাকিস্তানের পারফরম্যান্সের কোনো সমালোচনা নেই। তার অধীনে গত বছর এশিয়া কাপের ফাইনাল খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানার্স আপ হয়েছে। শিরোপার স্বাদ না পেলেও পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি।


এমনকি বাবর নিজেও দারুণ ফর্মে রয়েছেন। গত বছর ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এমন পারফম্যান্সের পরও বাবরকে সরিয়ে দেয়ার কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না শেঠি। তাই নির্বাচকদেরও তার ওপর আস্থা রাখতে বলেছিলেন তিনি।


সেই সময়ের কথা জানিয়ে শেঠি বলেন, ‘যতদিন বাবর একজন সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে সফল হতে থাকবেন, ততদিনই তিনি অধিনায়ক থাকবেন। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে লোকেরা আপনার অধিনায়কত্ব এবং অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball