promotional_ad

সাদমান-মার্শালের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, জিতল অগ্রণী

ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথম ইনিংসে ২৭০-২৮০ রান চায় বাংলাদেশ

২৫ জুন ২৫
ক্রিকফ্রেঞ্জি

সানজামুল ইসলামের গুড লেংথ ডেলিভারিতে কভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন মার্শাল আইয়ুব। অগ্রণী ব্যাংকের অধিনায়কের ডাকে সাড়া অর্ধেকটা পথ পেরিয়েও গিয়েছিলেন সাদমান ইসলাম। তবে শেষ সিদ্ধান্ত বদলে রান না নেয়ার সিদ্ধান্ত নেন মার্শাল। তাতে নন স্ট্রাইক ফিরতে দৌড়ে এলেও শেষ রক্ষা হয়নি সাদমানের। নন স্ট্রাইক প্রান্তে পৌঁছার আগে সানজামুল উইকেট ভাঙলে ৭ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাঁহাতি এই ওপেনার।


সেঞ্চুরি পাওয়া হয়নি মার্শালেরও। শামীম পাটোয়ারির বলে সুইপ করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে শামীমের আউট সাইড লেগ স্টাম্পের ডেলিভারিতে সিদ্ধান্ত বদলে লেগ সাইডে পুশ করতে চেয়েছিলেন মার্শাল। পপিং ক্রিজ থেকে বেরিয়ে আসা অগ্রণী ব্যাংকের অধিনায়কের ব্যাটে-বলে না হওয়ায় স্টাম্পিং হতে হয় তাকে। তাতে ৫ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি মার্শালেরও। সাদমান ও তার সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে অগ্রণী।


promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে জয়ের জন্য ২৪৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি অগ্রণী ব্যাংক। ইনিংসের চর্তুথ ওভারের শেষ বলে আউট হয়েছেন আজমির আহমেদ। নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে লেগ সাইডে পুশ করে এক রান নিতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে করতে পারেননি আজমির।


ইমরানউজ্জামান বল লুফে নিয়ে স্টাম্পিং করলে ১৪ রান করে ফিরে যেতে হয় ডানহাতি এই ব্যাটারকে। তিনে নেমে নেমে সুবিধা করতে পারেননি জহুরুল ইসলাম অমি। নাসুম আহমেদের ঝুলিয়ে দেয়া বলে সুইপ করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে টপ এজ হওয়ায় ডিপ স্কয়ার লেগে থাকা অঙ্কিত বাওনিকে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৩২ বলে ১৭ রান করা জহুরুলকে।


অভিজ্ঞ এই ব্যাটারের বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। নাঈম ইসলামের বলে এক রান নিয়ে ৬৫ বলে পঞ্চাশ পূরণ করেন বাঁহাতি এই ওপেনার। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মার্শাল। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে অগ্রণী ব্যাংক। শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করা মার্শাল হাফ সেঞ্চুরি পেয়েছেন নাঈমের বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে। ৬০ বলে পঞ্চাশ স্পর্শ করার পর আরও দ্রুত রান তুলতে থাকেন তিনি।


এদিকে সেঞ্চুরির পথে বেশ ভালোভাবেই ছিলেন সাদমান। তবে মার্শালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যেতে হয় ৯৩ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে। শেষ দিকে আউট হয়ে সেঞ্চুরি হাত ছাড়া করেছেন মার্শালও। তবে অগ্রণী ব্যাংকের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন আজিম নাজির কাজি ও সামসুল ইসলাম।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন ইমরানউজ্জামান। এ ছাড়া অধিনায়ক নাঈম ৬১ ও অঙ্কিত ৫৬ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে এনামুল তিনটি ও আবু হায়দার রনি দুটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball