promotional_ad

কোহলির সঙ্গে আইপিএলে খেলতে চান সাইম আইয়ুব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘টাকা অসম্ভবকেও সম্ভব করে’, রাজার ভ্রমণ নিয়ে ইমাদ

২৬ মে ২৫
লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে সাড়া ফেলেছেন তরুণ ব্যাটার সাইম আইয়ুব। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি এই ব্যাটার ১২ ম্যাচে ৩৪১ রান করেছিলেন। এমন পারফরম্যান্সের পর তার পাকিস্তান দলের দরজাও খুলে যায়।


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন তিনি। সম্প্রতি নিজের স্বপ্নের কথা খোলাসা করেছেন পাকিস্তানের এই ব্যাটার। জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে বিরাট কোহলির সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান তিনি।


লম্বা সময় ধরেই পাকিস্তানি ক্রিকেটাররা অলিখিতভাবে নিষিদ্ধ আইপিএলে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কেবল দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। আবারও কবে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন সেটা অজানা।


promotional_ad

অবশ্য সেই আশঙ্কা সাইমের স্বপ্নে বাধা হতে পারেনি। তিনি বলেছেন, 'আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই। আমি আইপিএলও অনুসরণ করি। তাদের জার্সি আমার খুব ভালো লাগে এবং বিরাট কোহলি তাদের হয়ে খেলেন। আইপিএলের কথা শুনলেই প্রথমে আমার মাথায় আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ দলটির অধিনায়ক বিরাট কোহলি।'


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৫ ঘন্টা আগে
আইপিএল

ব্যাটার হিসেবেও কোহলিকে সেরাদের কাতারে রাখছেন সাইম। অবশ্য তাকে আইডল মানেন না বলে জানিয়েছেন তরুণ এই ব্যাটার। অবশ্য কোহলির ক্রিকেটীয় চিন্তাধারার বড় ভক্ত তিনি। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবেও কোহলিকে সম্মান করেন এই পাক ব্যাটার।


তিনি বলেছেন, 'আমি বলতে পারবো না ব্যাটিংয়ের দিক থেকে কোহলি আমার আইডল কিনা। কিন্তু আমি তার ক্রিকেটীয় এথিক্সের বড় ভক্ত। তার তরুণ ক্রিকেটার থেকে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাটা আমার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেটও তিনি।'


পিএসএলে পেশোয়ার জালমির হয়ে বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ের সুযোগ হয়েছিল সাইমের। সেই অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন তিনি। লাহোর কালান্দার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বাবরের অনুপ্রেরণা বিশেষ করে উল্লেখ্য করেছেন তিনি।


তার ভাষ্য, ‘আমার ইচ্ছে ছিল বাবর ভাইয়ের সঙ্গে ব্যাট করা। যখন আমি পিএসএলে লাহোর কালান্দার্সের বিপক্ষে ফিফটি করি, বাবর ভাই আমার অনেক প্রশংসা করেছেন। আমরা একসঙ্গে ওপেন করেছি এবং তার সামনে আমি ফিফটি করেছি।’


সেই অনুভূতির কথা বলতে গিয়ে সাইম বলেন, ‘একটা ছবি দেখবেন আমি ব্যাট উঁচিয়ে ধরেছি এবং বাবর ভাই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। আমি সেই ছবিটা সেভ করে রেখেছি এবং এখনও এটা দেখি। এটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমার আত্মবিশ্বাস বাড়ায়। মাঝেমধ্যে আমার চোখে পানি চলে আসে, আমি বিশ্বের এক নম্বর ব্যাটারের পাশে দাঁড়িয়েছি এবং ফিফটি করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball