টানা ৮ জয়ের পর হারল আবাহনী
.webp)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা ৮ জয়ের পর হারের মুখ দেখল আবাহনী। সোমবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪ উইকেটে হেরেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। ২৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয় ও তাইবুর রহমানের হাফ সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।
২৫১ রানের লক্ষ্যে নেমে স্কোরবোর্ডে ৩০ রান তুলতেই সৈকত আলীর উইকেট হারিয়ে বসে শেখ জামাল। ২ রান করে দানিশ আজিজকে উইকেট ছুড়ে দেন এই ওপেনার। তবে সঙ্গী হারালেও তিনে নামা ফজলে রাব্বিকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ হাসান।

দলকে ৫০'র ওপর নিয়ে গেলেও দলীয় ৬৩ রানে ৩৯ রান করে সাইফ হাসান বিদায় নেন দানিশ আজিজের বলেই। এরপর চারে নেমে রাব্বির সঙ্গে জুটি বাধেন হৃদয়। যদিও দলকে ১০০'র ঘরে নিয়ে গিয়ে মোসাদ্দেক হোসেনকে উইকেট ছুড়ে দেন রাব্বি।
৪২ বলে ৩৮ রান করে এই ব্যাটার আউট হন নাইম শেখকে ক্যাচ দিয়ে। পাচে নামা তাইবুর রহমানকে নিয়ে এরপর সামনে এগোতে থাকেন হৃদয়। জুটি গড়ে দলকে দেড়শোর ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে ২০০'র ঘরেও নিয়ে যান তারা। ৩ উইকেট হারিয়ে জয়ের পথে হাঁটতে থাকা দলটিকে একটু ব্যাকফুটে ঠেলে দেন রাকিবুল হাসান।
তার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। যদিও তাদের বিদায় বড় বিপদ ডেকে আনেনি শেখ জামালের। তাইবুর রহমানের হাফ সেঞ্চুরি ও নুরুল হাসানের দৃঢ়তায় ৪ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে সেখ জামাল। তাইবুর ফেরেন ৬৩ রানে। হৃদয়ের ব্যাট থেকে আসে ৭২ রান।
এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি আবাহনী লিমিটেড। ফর্মের তুঙ্গে থাকা ওপেনার এনামুল হক বিজয় এদিন আউট হয়েছেন মাত্র ১৫ রান করে। অবশ্য নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ে তাদের ওপেনিং জুটি ছিল ৪১ রানের। যদিও দ্বিতীয় উইকেটে জাকের আলী অনিককে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন নাইম।
এই ওপেনার আউট হয়েছেন ৪৬ বলে ৫৮ রান করে। অনিক পেতে পারতেন সেঞ্চুরি। তিনি আউট হন ১১৯ বলে ৭৯ রান করে। এরপর নাজমুল হোসেন শান্তর ২১ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ২০ রানে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে আবাহনী। নিচের দিকে নেমে ছোট ছোট অবদান রেখেছেন দানিশ আজিজ (১৩), মোহাম্মদ সাইফউদ্দিন (১৬) ও তানজিম সাকিব (১২)। এবাদত হোসেন ও মৃত্যুঞ্জয় নেন ২টি কর উইকেট।