promotional_ad

এক সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস, চাহারকে নিয়েও শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৮ ঘন্টা আগে
আইপিএল

চেন্নাই সুপার কিংসের একের পর এক ক্রিকেটার চোটে পড়ছেন। অলরাউন্ডার মঈন আলী গোঁড়ালির চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে পারেননি। চোটে পড়েছেন আরও দুজন ক্রিকেটার। পায়ের চোটের কারণে প্রায় এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বেন স্টোকস।


মুম্বাইয়ের বিপক্ষে তিনিও খেলতে পারেননি। ধারণা করা হচ্ছে ১২ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ও ১৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচ মিস করবেন স্টোকস। এর আগে কাঁধের চোটের কারণে শুরুর কয়েক ম্যাচে বোলিংও করতে পারেননি এই ইংলিশ অলরাউন্ডার।


promotional_ad

দীপক চাহারকে নিয়েও রয়েছে শঙ্কা। দ্রুতই এই পেসারের স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে চাহারকে। এর আগেও চোটের কারণে ২০২২ আইপিএলের পুরো মৌসুম মিস করেছিলেন চাহার।


আরো পড়ুন

চেন্নাইয়ের বিদায়ে কেঁদে ফেলেছিলেন অশ্বিন

২৮ মে ২৫
চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিচন্দ্রন অশ্বিন, আইপিএল

মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন চাহার। এ কারণে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। এক ওভারের বেশি তিনি বল করতে পারেননি। এ নিয়ে চতুর্থবারের মতো চেন্নাইয়ের আইপিএলে খেলছেন চাহার। এবার ১৪ কোটি রুপির বিনিময়ে চাহারকে  নিলাম থেকে দলে ভিড়িয়েছিল চেন্নাই।


এদিকে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মঈন ফুড পয়জনিংয়ে ভুগছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরবর্তী ম্যাচেই তার খেলার কথা রয়েছে। আইপিএলের এবারের আসরে শুরুটা ভালো ছিল না চেন্নাইয়ের।


প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল চেন্নাই। যদিও এরপরই তারা টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ১২ রানে ও চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball