‘২৫ বলে ৫০ না করতে পারলে আইপিএলে এসো না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর এক হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস। গত ৮ এপ্রিলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দলটি, যা এই আসরে দিল্লির টানা তৃতীয় হার। এমন হারে সমালোচিত হচ্ছে দিল্লি। আর ধীর ইনিংস খেলায় আরও বেশি সমালোচনা হচ্ছে দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়েও। সম্প্রতি ওয়ার্নারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।
এই ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। হাফ সেঞ্চুরি তুলে নিতেই খরচ করেন ৪৪ বল! এটা নিয়েই মূলত অভিযোগ শেবাগের।

এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইয়াশভি জায়সাওয়াল এবং জস বাটলারও। কিন্তু রাজস্থানের এই দুই ওপেনার হাফ সেঞ্চুরি করতে খেলেছেন যথাক্রমে ২৫ এবং ৩২ বল। তাদের দলও পেয়েছে চার উইকেটে ১৯৯ রানের বিশাল সংগ্রহ।
পছন্দের দল হারে জেনেও ফাইনালে শেবাগের সমর্থন বেঙ্গালুরুতে
৩ জুন ২৫
অপরদিকে ওয়ার্নারের দল ২০ ওভারে করে ৯ উইকেটে ১৪২ রান। ওয়ার্নারের হাফ সেঞ্চুরি ছাড়াও ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ললিত যাদব। শেবাগের মতে, ওয়ার্নার বেশি বল খেলে ফেলায় নিচের দিকের আগ্রাসী ব্যাটার রভম্যান পাওয়েল-অভিষেক পোরেলরা সেভাবে খেলার সুযোগও পাননি।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ওয়ার্নারের ওপর চড়াও হয়ে শেবাগ বলেন, ‘আমি মনে করি এখনই সময় তাকে ইংলিশে বলার, যাতে করে ওয়ার্নার এটা শুনে মন খারাপ করে। যদি তুমি শুনে থাকো, দয়া করে ভালো খেলো। ৫০ রান করো ২৫ বলে। শেখো যশস্বী জয়সাওয়ালের কাছ থেকে। সে ফিফটি করেছে ২৫ বলে। যদি তুমি সেটা করতে না পারো, তাহলে আইপিএল খেলতে এসো না।’
শেবাগ আরও বলেন, ‘দলের জন্য এটাই ভালো হত যদি ওয়ার্নার ৫৫-৬০ না করে ৩০ রান করে আউট হত, তাহলে রভম্যান পাওয়েল, ইশান পোরেলের মত ক্রিকেটাররা আরও আগে আসতে পারতেন ব্যাটিংয়ে। এই ক্রিকেটারদের জন্য বল বাকি ছিল না।’
ম্যাচটিতে ৫৭ রানের বড় ব্যবধানে হারে দিল্লি। এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫০ রানে এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে দিল্লি।