ওয়ার্নারদের ‘আত্মার খোঁজ’ করতে বলছেন পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ভারতীয় ক্রিকেটারে আস্থা না থাকায় শিরোপা জিতবে না পন্টিংয়ের পাঞ্জাব’
২৭ এপ্রিল ২৫
তিন ম্যাচে তিন হার- এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) ভয়ঙ্কর এক সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস। দলের এমন পারফরম্যান্সে হতাশ রিকি পন্টিং। দিল্লির হেড কোচ দলটির ক্রিকেটারদের বলছেন, সংঘবদ্ধভাবে আত্মার খোঁজ চালাতে এবং দ্রুত এমন পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে।
শনিবারের (৮ এপ্রিল) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে দিল্লি। রাজস্থানের ছুঁড়ে দেয়া ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪২ রানে থেমেছে দলটি। আর এই ম্যাচটি শেষেই দলের ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করেছেন পন্টিং।

তিনি বলেন, 'আমরা এখন অনেক পিছিয়ে গেছি। আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না। কেননা আমি দেখেছি এই ক্রিকেটারদের অনুশীলন করতে। তারা খুব ভালো অনুশীলন করেছে। তবে এসব মাঠে কোনো ফলাফল আনেনি।'
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
'আমার মনে হয় এখানে পরিবর্তন করার কিছু বিষয় আছে। গ্রুপ হিসেবে আমাদের সবার উচিত নিজেদের আত্মার খোঁজ চালিয়ে যাওয়া এবং সেটা নিয়ে কথা বলা। আজ নয়, তবে আমি ছেলেদের এটা নিয়ে ভাবতে বলব। আমরা পরের দিন এটাকে খুঁজে নিতে পারব।'
মৌসুমের প্রথম দুই ম্যাচেও বড় ব্যবধানেই হেরেছে দিল্লি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দলটি হেরেছে ৫০ রানের ব্যবধানে। লোকেশ রাহুলের দলের ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য অতিক্রম করতে ব্যর্থ হয়েছে তারা।
তারপরের ম্যাচের গুজরাট টাইটান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে দিল্লি। এই ম্যাচে গুজরাটকে ১৬৩ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় ওয়ার্নাররা। জবাবে ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় গুজরাট।
সব শেষে এমন পারফরম্যান্স থেকে দলকে বের হওয়ার তাগিদ দেন পন্টিং, 'আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। তিনটি ম্যাচে জয় ছাড়া শুরু করা, এর চাইতে খারাপ শুরু আইপিএলে হতে পারে না।'