অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সকে জেতালেন সানি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিদ্ধান্ত বদলাতে শরফুদ্দৌলাকে অনুরোধ করবে বিসিবি
২৩ ঘন্টা আগে
বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে ব্রাদার্স ইউনিয়নের জয়ের নায়ক হয়েছেন আরাফাত সানি জুনিয়র। এই ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স। এই জয়ের ফলে সুপার লিগে খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে দলটি।
আট ম্যাচে এটি শাইনপুকুরের ষষ্ঠ হার। ব্রাদার্সের আট ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে ব্রাদার্স। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করেছিল শাইনপুকুর। জবাবে ১৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে ব্রাদার্স। এই ম্যাচে টসে জিতে শাইনপুকুরকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ব্রাদার্স।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি শাইনপুকুর। মাত্র ১২ রানের মধ্যে তারা দুই উইকেট হারায়। এরপর দলের হাল ধরেন অমিত হাসান ও শুভম শর্মার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। অমিত আউট হয়েছেন ৪২ রান করে আর ভারতীয় রিক্রুট শুভমের ব্যাট থেকে আসে ৭৪ রান।
পারটেক্সকে বিদায় করে প্রিমিয়ার লিগেই থাকল ব্রাদার্স
২৪ এপ্রিল ২৫
শেষদিকে সাজ্জাদুল হক রিপনের ৪১ ও মেহেদী হাসান রানার ৩২ রানে ভর করে ২২৮ রানের পুঁজি পায় শাইনপুকুর। ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নেন সাব্বির হোসেন, সাদ নাসিম ও আরাফাত সানি। একটি উইকেট পান রাহাতুল ফেরদৌস।
জবাবে খেলতে নেমে ওপেনিংয়ে ৩১ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও আনিসুল ইসলাম ইমন। ডানহাতি ব্যাটার ইমন ১৭ রান করে আউট হলেও তামিমের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৪৫ রান। এরপর সাব্বির হোসেন যোগ করেন ৪১ বলে ৩৮।
এরপর মিজানুর শূন্য রান করে ফিরে গেলেও ব্রাদার্সকে জয় তুলে নিতে আর বেগ পেতে দেননি আরাফাত সানি ও সাদ নাসিম। সানি ৪৮ বলে ৫৫ রান করে ও সাদ ৬০ বলে ৬২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট পান নাবিল সামাদ ও হাসান মুরাদ।