promotional_ad

ইমরুলের সেঞ্চুরির পর রিয়াদ-অঙ্কনের হাফ সেঞ্চুরি, জিতল মোহামেডান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

ইমরুল কায়েসের সেঞ্চুরির সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ও মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরি??? তাদের তিনজনের ব্যাটে ৩৪৮ রানের বড় পুঁজি পায় মোহামেডান স্পোর্টি ক্লাব। এমন লক্ষ্য তাড়ায় কখনও ম্যাচ জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি সিটি ক্লাব। আব্দুল্লাহ আল মামুন ও আসিফ আহমেদের হাফ সেঞ্চুরিতে কেবল হারের ব্যবধানই কমিয়েছে তারা। সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়ে ডিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিলো মোহামেডান।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ৩৪৯ রান তাড়ায় নাজমুল অপুর ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে চার মারেন তৌফিক খান তুষার। যদিও পরের পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। এদিকে ভালো শুরুর আভাস দিয়েও দ্রুতই আউট হয়েছেন জয়রাজ শেখ।


promotional_ad

সাকিব আল হাসানের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১০ রান করা এই ব্যাটার। জয়রাজ আউট হলেও দ্রুত গতিতে রান তুলতে থাকেন তুষার। তবে তাকে ইনিংস খুব বেশি বড় করতে দেননি নাজমুল অপু। বাঁহাতি এই স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সৈয়দ খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন ২৪ বলে ৩৬ রান করা এই ব্যাটার।


মাজ আহমেদ সাদাকাতকে বিদায় করেছেন জ্যাক লিনটট। উইকেটকিপার অঙ্কনের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৭ রান করা সাদাকাত। দারুণ ছন্দে থাকলেও এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি শাহরিয়ার কমল। সিটি ক্লাবের এই উইকেটকিপার ব্যাটারকে সাজঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ।


এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন আসিফ রাতুল ও মামুন। তারা দুজনে মিলে ক্রমশই হারের ব্যবধান কমাতে থাকেন। দারুণ ব্যাটিং করলেও ৭০ রানে লিনটটকে উইকেট দিয়ে ফিরতে হয় মামুনকে। তাকে সঙ্গ দেয়া আসিফ রাতুল আউট হয়েছেন ৫২ রানে। তাকে আউট করেন সৌম্য সরকার।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ‍শুরুতেই রনি তালুকদারকে হারায় মোহামেডান। তিনে নেমে সৌম্য ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ১৩ রানের বেশি করতে পারেননি। তবে দলকে টানেন মাহমুদউল্লাহ ও ইমরুল। দারুণ ব্যাটিংয়ে ৫৯ বলে ৭১ রান করেছেন মাহমুদউল্লাহ।


এদিকে সেঞ্চুরি তুলে নিয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন ইমরুল। বাঁহাতি এই ওপেনার খেলেছেন ১১৪ রানের ইনিংস। এ ছাড়া ৫২ বল ৬৫ রান করেছেন অঙ্কন। শেষ দিকে নেমে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন সাকিব। বল হাতে বাঁহাতি এই স্পিনারের শিকার ১ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball