সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই: পোলার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার
১৯ মার্চ ২৫
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচটিতে পাত্তাই পায়নি রোহিত শর্মার দল। তবে দলীয় পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় থাকছেন সূর্যকুমার যাদব। কেননা ফর্ম না হারালেও, কিছুটা ছন্দ হারিয়েই আইপিএল খেলতে এসেছেন তিনি। যদিও এ নিয়ে একটুও চিন্তা নেই মুম্বাই ফ্র্যাঞ্চাইজির।
আইপিএল খেলতে আসার ঠিক আগমুহূর্তেই ফর্মে ভাটা পড়ে সূর্যকুমারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে একটানা তিন ম্যাচে শূন্য রান করেন তিনি।

এই আইপিএল নিজেদের প্রথম ম্যাচে ১৬ বলে ১৫ রান করতে পারেন সূর্যকুমার। ১৭১ রান করলেও সেই ম্যাচটি বিরাট কোহলি-ফাফ ডু প্লেসির ব্যাটে ৮ উইকেটে হারে মুম্বাই। নিজেদের পরবর্তী ম্যাচে আগে অবশ্য দলটির ব্যাটিং কোচ কাইরন পোলার্ড জানালেন, সূর্যের 'তথাকথিত' অফ-ফর্ম নিয়ে তাদের কোনো ভাবনাই নেই।
পোলার্ড বলেন, 'সূর্যের ফর্ম নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সবারই খারাপ দিন যায়। ক্রিকেটার হিসেবে বাজে দিন যাওয়াটা একটু বেশিই নজরে আসে- এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা শুধু সেটা নিয়েই কথা বলতে থাকি। অথচ সে যে গত ১৮ মাসে কেমন পারফর্ম করেছে বা ইতিবাচক কী করেছে সেটা নিয়ে বলি না।'
'আমরা প্রতিদিনই আলাদা পরিকল্পনা করি। তবে সূর্য যেভাবে বল হাকাচ্ছে বা অনুশীলন করছে, তাতে আমরা আত্মবিশ্বাস পাচ্ছি। সে তার প্রতিভার মূল্যায়ন করবে এবং আমরা তার পাশেই থাকব।'
এদিকে এবারের আইপিএলে নজর কেড়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি। যদিও এখনও সেভাবে জমে ওঠেনি আইপিএল, তবে ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়মটি নজর কেড়েছে ক্রীড়া অনুরাগীদের। এই নিয়মটি নিয়ে অবশ্য ভাবনা নেই পোলার্ডের। তার মতে, সব ক্রিকেটারই মাঠে নামে 'ইমপ্যাক্ট' সৃষ্টি করতে।
তিনি আরও বলেন, 'সত্যি কথা বলতে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আমি বেশি কিছু ভাবিনি। অনেক ধরনের পরিকল্পনা চারপাশে দেখা যাচ্ছে। তবে আমার কাছে মনে হয়, আপনার মাঠে নেমে ক্রিকেটই খেলতে হবে। একজন ক্রিকেটার হিসেবে মাঠে আপনার ইমপ্যাক্ট রাখতেই হবে। আমাদের জন্য এটা হচ্ছে, যা করার দরকার সেটা ঠিকমতো করা হচ্ছে কিনা।'