মাশরাফিদের টানা হার, আবাহনীকে জেতালেন আফিফ-নাইম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলে ফেরায় রংপুরের হয়ে খেলা হচ্ছে না নাইমের
২৫ জুন ২৫
চিরাগ জানির হাফ সেঞ্চুরির সঙ্গে সাব্বির রহমানের ৪৮ এবং শেষ দিকে সোহাগ গাজীর ২০ বলে ৪০ রানের ক্যামিওতে ২৮৬ রানের পুঁজি পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে নাইম শেখ ও আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে চ্যালেঞ্জ জানাতে পারেননি মাশরাফি বিন মুর্তজার দল। মাত্র ৫ উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যায় আবাহনী লিমিটেড। ফলে টানা দ্বিতীয় ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিনে নেমে এলো মাশরাফির রূপগঞ্জ। আর সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান পোক্ত করলো আবাহনী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২৮৭ রান তাড়ায় শুরুটা ভালো করেছিলেন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম। ৯ ওভারে পঞ্চাশ পেরিয়ে যায় তাদের জুটি। তবে সেটা আর বড় করতে দেননি রাজিবুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের শর্ট লেংথ ডেলিভারিতে তারই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৮ রান করা বিজয়।

তিনে নামা দানিশ আজিজকে ইনিংস বড় করতে দেননি মাশরাফি। রূপগঞ্জের অধিনায়কের খাটো লেংথের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন পাকিস্তানের এই ক্রিকেটার। আজিজ ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন নাইম। গাজীর বলে এক রান নিয়ে ৫১ বলে পঞ্চাশ পূরণ করেন বাঁহাতি এই ওপেনার। তবে নাইমকে সেঞ্চুরি করতে দেননি রাজিবুল।
বাঁহাতি এই স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন নাইম। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় কভারে থাকা মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৮৫ বলে ৭৬ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে। নাইমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলী অনিকও।
আব্দুল হালিমের বলে উড়িয়ে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে থার্ডম্যানে থাকা গাজীর হাতে ক্যাচ দেন ডানহাতি এই উইকেটেকিপার ব্যাটার। জাকের আউট হয়েছেন ৪৬ বলে ৩১ রানের ইনিংস খেলে। তবে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে এগিয়ে যেতে থাকেন আফিফ। হালিমের বলে এক রান নিয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার।
এদিকে থিতু হলেও দ্রুত রান তুলতে পারেননি মোসাদ্দেক। হালিমের গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৪২ বল খেলে করেছেন ২৮ রান। এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন আফিফ। বাঁহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ রানে। তাকে সঙ্গ দেয়া সাইফউদ্দিন করেছেন ২৬ রান।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে রূপগঞ্জ। দলটির হয়ে সবচেয়ে বেশি ৫৪ রান করেছেন চিরাগ। এ ছাড়া সাব্বির ৪৮, গাজী ৪৮ এবং পারভেজ হোসেন ইমন করেছেন ৩৯ রান। আবাহনীর হয়ে দানিশ চারটি আর সাইফউদ্দিন নিয়েছেন দুটি উইকেট।