আইপিএল নয়, পরিবারকে বেছে নিয়েছেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সমঝোতায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে এই অলরাউন্ডারের সরে আসার স্পষ্ট কারণ জানা ছিল না এতোদিন।


আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই খোলাসা করলেন আইপিএলে না যাওয়ার কারণ। মূলত পারিবারিক কারণ ভারতের এই টি-টোয়েন্টি লিগে খেলা থেকে সরে এসেছেন এই অলরাউন্ডার।


শুধু আইপিএল নয়, গুঞ্জন আছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে মাঠে নাও নামতে পারেন সাকিব। পরিবারকে সময় দিতে ছুটে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। যদিও প্রিমিয়ার লিগে খেলা না খেলার পুরো বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন সাকিব। 


promotional_ad

আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ার কারণ উল্লেখ করে সাকিব বলেন, 'না, অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। যেহেতু বিশ্বকাপের বছর (ভারতে খেলা) যেতে পারলে খুব ভালো হত। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি ইস ইমার্জেন্সি।'


এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে একটি ম্যাচ খেলেছেন সাকিব। আইপিএলে না যাওয়ার দলটির হয়ে বাকি ম্যাচগুলোতেও খেলবেন তিনি, এমনই গুঞ্জন ছিল। তবে সাকিব বিষয়টিকে ধোঁয়াশায় রেখে বলেন, 'সেটা সময়ই বলে দিবে, দেখি!'


এবারের আইপিএলে সাকিব ও লিটন কুমার দাসের অংশগ্রহণ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে বিসিবি বরাবরই জানিয়েছে, জাতীয় দলের খেলার বাইরে যে কোনো লিগে অংশ নিতে পারবেন তারা।


এই শর্ত অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলতি টেস্ট এবং পরে মে মাসে ইংল্যান্ডের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ওয়ানডে সিরিজের কারণে বেশ কিছু ম্যাচ মিস করতে হতো সাকিব-লিটনদের।


এখন পুরো আসর থেকেই সরে দাঁড়িয়েছেন সাকিব। তবে টেস্ট শেষ করে কলকাতা দলের যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। এরই মধ্যে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএল খেলতে ভারত গেছেন মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball