আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব, খেলবেন লিটন
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
১৭ ঘন্টা আগে
কদিন আগে গুঞ্জন উঠেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে যাবেন সাকিব আল হাসান। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন সাকিবের টেস্ট খেলার কথা।
সেটা আরও পরিষ্কার হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড ঘোষণার পর। যেখানে সাকিবকে অধিনায়ক ও লিটন দাসকে সহ-অধিনায়ক করে ১৪ সদস্যের দল দেয় বিসিবি। ফলে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেয়ার কথা ছিল তার।

যদিও এখন আর সেটি হচ্ছে না। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা ও ব্যক্তিগত সমস্যার কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ফলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের এবারের মৌসুমে দেখা যাবে না তাকে। মূলত পুরো মৌসুমে খেলতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে ক্রিকবাজ।
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
আইপিএলের সময় ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ১৪ মে। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব ও লিটন খেলতে পারতেন কেবল ২৪ দিন।
ফলে সাকিবদের অনাপত্তি পত্র দেয়া হয়েছে ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত। এদিকে সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও খেলবেন প্রথমবার দল পাওয়া লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই কলকাতা শিবিরে যোগ দেবেন তিনি। আর দ্রুতই সাকিবের বিকল্প ক্রিকেটারের নাম প্রকাশ করবে কলকাতা।
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়ায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন সাকিব। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে একটি ম্যাচও খেলে ফেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গুঞ্জন আছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে ডিপিএলের মাঝে যুক্তরাষ্ট্রেও যাবেন সাকিব।