promotional_ad

ঘরের মাঠে রাজস্থানের কাছে দুমড়ে-মুচড়ে গেল হায়দরাবাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে চাহালকে নিয়ে শঙ্কা

২৬ মে ২৫
পাঞ্জাবের জার্সিতে যুবেন্দ্র চাহাল

ইনিংসের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে ফিরলেন অভিষেক শর্মা। এক বল পর বোল্টের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি তাড়া করতে গিয়ে স্লিপে থাকা জেসন হোল্ডারকে ক্যাচ দিয়েছেন রাহুল ত্রিপাঠি। প্রথম ওভারে ২ উইকেট হারানোর পর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদ। জস বাটলার, ইয়াশভি জয়সাওয়াল ও স্যাঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরির পর যুবেন্দ্র চাহাল এবং বোল্টের দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস।


জয়ের জন্য ২০৪ রান তাড়ায় বোল্টের প্রথম ওভারে ২ উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে হায়দরাবাদকে টেনেছেন মায়াঙ্ক আগারওয়াল এবং হ্যারি ব্রুক। যদিও পাওয়ার প্লেতে ৩০ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। পরের ওভারে বোলিংয়ে এসে ব্রুককে সাজঘরে ফেরান চাহাল। ডানহাতি এই লেগ স্পিনারের ব্যাক অব লেংথ ডেলিভারি খানিকটা স্কিড করলে ১৩ রানে বোল্ড হন ইংল্যান্ডের এই ব্যাটার।


promotional_ad

থিতু হতে পারেননি ওয়াশিংটন সুন্দর। হোল্ডারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারে থাকা শিমরণ হেটমায়ারকে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সুবিধা করতে পারেননি গ্লেন ফিলিপসও। রবিচন্দ্রন অশ্বিনের ফুল লেংথ ডেলিভারিতে ৮ রানে আউট হয়েছেন তিনি। তাতে পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে হায়দরাবাদ।


আরো পড়ুন

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

২০ মে ২৫
বিসিসিআই

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে টিকে ছিলেন আগারওয়াল। তবে তাকে ইনিংস বড় করতে দেননি চাহাল। ডানহাতি এই লেগ স্পিনারের ফুল লেংথের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং অফে জস বাটলারের হাতে ধরা পড়েন ২৭ রান করা এই ব্যাটার।


এরপর আব্দুল সামাদের অপরাজিত ৩২, আদিল রশিদের ১৮ এবং উমরান মালিকের ৮ বলে ১৯ রানের ক্যামিও কেবল হারের ব্যবধান কমিয়েছে। ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩১ রানে থামে হায়দরাবাদ। রাজজস্থানের হয়ে চাহাল চারটি ও বোল্ট নিয়েছেন দুটি উইকেট।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে রাজস্থান। দলটির হয়ে স্যামসন ৫৫, বাটলার ৫৪ ও জয়সাওয়াল করেছেন ৫৪ রানে। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি এবং থাঙ্গারাসু নাটারাজন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball