ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

জাতীয় দলের ব্যস্ততা নেই ইয়াসির আলী রাব্বির। এই সময়েই রাব্বি ব্যাট হাতে ঝড় তুলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। শনিবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাত্র ৭১ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। মাঠ ছেড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে।


তার এই ইনিংসে ভর করে রূপগঞ্জের বিপক্ষে ৩৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স। ফলে ১২৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।


promotional_ad

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে পান্তিক নওরোজ ও শাহাদাত হোসেন দিপু ভালো শুরু এনে দিয়েছিলে প্রাইম ব্যাংককে। পান্তিক ৩০ ও দিপু ৪৬ রান করে ফিরেছেন। এরপর মোহাম্মদ মিঠুন ৩৭ ও নাসির হোসেন ৫৩ রান করে প্রাইম ব্যাংকের ইনিংস টেনেছেন।


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

১০ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

এরপর বাকি সময়টা দলটির ইনিংস টেনেছেন ইয়াসির। তিনি শেষ পর্যন্ত ৪টি ছক্কা ও ৮টি চারে ৯৬ রান করে ফেরেন। আর তাতেই প্রাইম ব্যাংকের বিশাল পুঁজি নিশ্চিত হয়ে যায়। রূপগঞ্জের হয়ে একাই তিন উইকেট নেন আলাউদ্দিন বাবু। ২টি উইকেট পান মুকিদুল ইসলাম মুগ্ধ। একটি উইকেট নেন নাঈম ইসলাম।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুল হকের ৭৬ রান ছাড়া আর কেউই বড় রান করতে পারেননি রূপগঞ্জের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ইমরানউজ্জামানের ব্যাট থেমে। মুমিনুল ৯৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন। আর এই ইনিংসে ভর করেই তারা শেষ পর্যন্ত ২০৮ রান সংগ্রহ করতে পারে।


প্রাইম ব‌্যাংকের হয়ে ২টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা, রুবেল হোসেন ও করিম জানাত। ৬ ম্যাচ খেলা প্রাইম ব্যাংকের এটি পঞ্চম জয়। তারা গত রাউন্ডে প্রথম ম্যাচ হেরেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলে তারা রয়েছে ৪ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball