ছক্কা হলে বলতেন, 'হোয়াট অ্যা শট': তাসকিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৪ জুলাই ২৫
ম্যাথু হামফ্রেসের করা অফ স্টাম্পের বাইরের বল ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অল্পের জন্য ছক্কা হয়নি। বলটি সরাসরি জমা পড়েছিল কার্টিস ক্যাম্ফারের হাতে। ফলে রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফিরতে হয়।
ম্যাচ শেষে তাসকিন এই ক্যাচ আউটের উদাহরণ দিয়েই জানিয়েছেন, তাদের 'অ্যাপ্রোচে' কোনো ভুল ছিল না। এই বলটিই ছক্কা হলে সবাই বাহবা দিতেন। এমন মানসিকতা নিয়ে খেলতে গেলে অনেক সময়ই প্রত্যাশা মতো পারফরম্যান্স হবে না। তবে এই চিন্তা থেকে বেরিয়ে আসা যাবে না।

বল হাতে এরপর অবশ্য একটি উইকেট নিয়েছিলেন তাসকিন। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘১৮০ থেকে ২০০ না, ওইটা যদি আরেকটু ভালো মতন লাগত ছয় হতো বলতেন হোয়াট অ্যা শট। এখন আউট হয়ে গেছি আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে।’
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
১৩ ঘন্টা আগে
সামনে বড় দলগুলোর বিপক্ষেও এমন উইকেটেই খেলতে চান তাসকিন। বিশেষ করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন উইকেটে খেলতে বড় রান করার বিকল্প থাকবে না দলগুলোর বিপক্ষে। এই ইন্টেন্টই বড় দলগুলোর বিপক্ষে সাহায্য করবে বলে মনে করেন তিনি।
তাসকিন বলেছেন, ‘জ্বি, সামনে যেমন বড় বড় দলগুলোর সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে ভাই। এই ইন্টেন্ট আমাদের সাহায্য করবে। কিছুদিন ধস হতেই পারে।'
এই মানসিকতা বদলের কোনো চিন্তা নেই তাসকিনদের সামনে। ম্যানেজমেন্ট থেকেও এই মানসিকতা নিয়ে খেলে যাওয়ার বার্তা পেয়েছেন ক্রিকেটাররা। এরকম খেলে যেতে পারলে দ্রুতই বাংলাদেশ বড় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে বিশ্বাস তাসকিনের।
তিনি বলেন, 'আমি মনে করি না যে আমরা আমাদের ইন্টেনসিটি বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা ??েলোয়াড়দের যে চিন্তাধারা। ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে। ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে ফেয়ারলেস থাকি, এটা আমাদের আগামিতে বড় দল হতে সাহায্য করবে।’