promotional_ad

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাকিবুল-মাহফুজুরের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়

১৬ মে ২৫
সিরিজ জিতে ট্রফি হাতে বাংলাদেশ ইমার্জিং দল, ক্রিকফ্রেঞ্জি

মারুফ মৃধাতে শুরুতে এরপর আফগানিস্তানের যুবাদের একাই ধসিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ৬ উইকেট নিয়ে আফগানদের আটকে দিয়েছেন ১৪৩ রানে। সহজ লক্ষ্য তাড়ায় জিসান আলমের ঝড় আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।


সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন আশিকুর রহমান শিবলি। তবে সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলে বশির আফগানের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। এদিন তিনে নামা শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন জিসান।


দারুণ ব্যাটিংয়ে ৭ চারে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। জিসানের ঝড়ো ব্যাটিং থামান খলিল আহমেদ। এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে টানেন মোহাম্মদ রিজওয়ান। যদিও ২২ রান করে ফিরে যেতে হয় আরিফুলকে। হোতাকের বলে বোল্ড হন তিনি।


promotional_ad

হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা পঞ্চাশ ছোঁয়া হয়নি রিজওয়ানের। কামরানের বলে খলিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৩ রান করা এই ব্যাটার। তবে শিহাব জেমস ও আহরার আমিন মিলে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত করেন। 


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

১৩ ঘন্টা আগে
আইপিএল

টস জিতে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল আফগানিস্তানের যুবারা। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তোলেন হিজবুল্লাহ দোরানি এবং ওয়াফিউল্লাহ তারাখিল। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিজবুল্লাহ।


পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। দলের রান পঞ্চাশ পেরোবার পর আউট হয়েছেন ওয়াফিউল্লাহ। ২৭ রান করা আফগান এই ওপেনারকে সাজঘরে ফেরান মাহফুজুর। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন তিনি। এরপরের গল্পটা কেবল মাহফুজুরকে ঘিরে।


একে একে আউট করেছেন সোহাইল খান, কামরান হোতাক, খালিদ তানিওয়াল, ফারহাদ ওসমানি, ইয়ামা আরবকে। আফগানিস্তানকে ১৪৩ রানে অল আউট করার দিনে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর। মাঝে রাফি উজ জামান রাফি দুটি, শেখ পারভেজ জীবন এবং মারুফ নিয়েছেন একটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:


আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল - ১৪৩/১০ (৩৭ ওভার) (হারুন ৬৫, ওয়াফিউল্লাহ ২৭; মাহফুজুর ৬/২৯)


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল -  ১৪৪/৪ (২৩.২ ওভার) (রিজওয়ান ৪৩, জিসান ৩৫; কামরান ২/৩৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball