ভাইটালিটি ব্লাস্টে নতুন দলে আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়
১৬ এপ্রিল ২৫
ভাইটালিটি ব্লাস্টে প্রায় নিয়মিত মুখ শাহীন শাহ আফ্রিদি। ২০২০ সালে হ্যাম্পাশায়ারের হয়ে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলেছিলেন আফ্রিদি। গিয়েই বাজিমাত করেছিলেন পাকিস্তানের এই তারকা পেসার। মিডলসেক্সের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন আফ্রিদি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং পরিসংখ্যান। এমন পারফরম্যান্সের পর ভাইটালিটি ব্লাস্টের হট কেক হয়ে যান এই পাকিস্তানি ক্রিকেটার। গত বছর তিনি মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছিলেন। এবারও ব্লাস্টে দল পেয়েছেন তিনি। পাকিস্তানি পেস তারকাকে এবার দলে টেনেছে নটিংহ্যামশায়ার।

ক্লাবটি এরই মধ্যে দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। আফ্রিদি ছাড়া অন্যজন হলেন কলিন মুনরো। আফ্রিদি ইংল্যান্ডের আরেক ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডেও খেলবেন। গত সপ্তাহেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েলস ফায়ারের সঙ্গে।
এদিকে ভাইটালিটি ব্লাস্টের গত আসরে সময়টা ভালো যায়নি নটিংহ্যামশায়ারের। তারা গত আসরে নক আউট পর্বই পাড় হতে পারেনি। অথচ ২০১৭ ও ২০২০ সালের আসরে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।
এদিকে, আফ্রিদিও আছেন দারুণ ফর্মে। কদিন আগেই পুরো আসর জুড়ে দুর্দান্ত অধিনায়কত্ব করে লাহোর কালান্দার্সকে পাকিস্তান সুপার লিগের (পিএসএলো) ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করেছেন তিনি। ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারিও।
বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও পারফর্ম করেছেন আফ্রিদি। এর মধ্যে পেশোয়ার জালিমির বিপক্ষে ৩৬ বলে ৫২ ও মুলতান সুলতানসের বিপক্ষে মাত্র ১৫ বলে ৪৪ রানের ঝড়ো দুটি ইনিংস ছিল। নটিংহ্যামও চাইবে দলের প্রয়োজনে লেট অর্ডারের ব্যাট হাতেও যেন অবদান রাখেন এই পাকিস্তানি পেসার।