promotional_ad

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে বেশ কিছু রদ-বদল হবে: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন

৯ ঘন্টা আগে
অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার দিনে বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশে খেলতে আসবে আফগানিস্তান। ঘরের মাঠের এই দুই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।


ঠাসা সূচির কারণে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো বড় দলগুলো ক্রিকেটারদের খেলানোর ক্ষেত্রে রোটেশন পদ্ধতিতে হেঁটেছে। বাংলাদেশ অবশ্য এখনও পথে হাঁটতে পারেনি। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ। এখনও বিশ্বের সেরা পরাশক্তি হয়ে উঠতে না পারলেও ক্রিকেটারদের বিশ্রাম দেয়া নিয়ে ভাবছে তারা।


যদিও বিসিবির সেই ভাবনাটা বিশ্বকাপে নিজেদের বিকল্প ক্রিকেটার দেখে নেয়ার জন্য। ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। সেই দুই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেবে বিসিবি।


promotional_ad

যদিও কাদেরকে বিশ্রাম দেয়া হবে তা জানা যায়নি। কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সব পজিশনেই ক্রিকেটারদের বাজিয়ে দেখা হতে পারে। এদিকে যাদের পরিবর্তে বাজিয়ে দেখা হবে তারা বাদ পড়ছেন না বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সবশেষ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম তখনই আপনাদের বলা হয়েছে। আয়ারল্যান্ড সিরিজ এবং তারপর আরেকটা সিরিজ আছে আফগানিস্তান সিরিজে বেশ কিছু রদ-বদল হবে। রদ-বদল হওয়ার মানে এই না কাউকে বাদ দিয়ে কাউকে নেয়া হচ্ছে। কিছু খেলোয়াড়কে দেখতে হবে। এখন কোনো খেলোয়াড়কে যদি দেখতেই না পারে তাহলে একজনকে না দেখে, না শুনে তো বিশ্বকাপ খেলতে দেয়া যায় নাি। ধরেন আমাদের একজন ওপেনার ইনজুরড হয়ে গেল তাহল ওইখানটায় কে খেলবে? একটা বিকল্প তো লাগবে, জানতে হবে কে হবে, কে আছে, কে পারে। ওর মতো ভালো না হতে পারে কিন্তু আমার তো প্লেয়ারটা মাথায় থাকতে হবে। এই যদি ইনজুরড হয় তাহলে এই জায়গায় কে আসবে।’


‘একইভাবে প্রতিটা পজিশনেই মিডল অর্ডার, ওপেনিংয়ে, প্রথম তিনজনে, তারপরের তিনজনের মধ্যে, তারপরের তিনজনের মধ্যে। এগুলো জন্য ২/১ টা প্লেয়ারদের দেখা হবে। এই দেখার জন্য কাউকে কাউকে বিশ্রামও দেয়া হতে পারে। আমরা বিশ্রাম দিতে পারি মানে ওরা বিশ্রাম দিতে পারে। অধিনায়কের কল, সেটা দিতেই পারে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আলোচনারও কিছু নেই। এটা শুধু দেখার জন্য এবং আমার মনে হয় সবাইকে এভাবেই দেখা উচিত। কাউকে বাদ দেয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।’


ওয়ানডেতে হারলেও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামী ১৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। সিরিজে এগিয়ে থাকায় শেষ ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজি দেখার সুযোগ রয়েছে।


সেই সুযোগটা লুফে নিতে পারে বাংলাদেশ। এমন ইঙ্গিতই দিয়েছেন বোর্ড সভাপতি। পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতেও পরিবর্তন আসতে পারে। জেতা দল, তবুও দেখবেন নতুন ২/১জনকে দেখা হচ্ছে। এর মানে এই না তাদেরকে বাদ দিয়ে দিয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball