চার বা পাঁচেই খেলবেন সাকিব, নিশ্চিত করলেন তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
৪ ঘন্টা আগে
তিন নম্বরে ব্যাটিং করে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় পার করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পরও সাকিবকে দেখা গেছে তার প্রিয় পজিশনে। তবে চান্দিকা হাথুরুসিংহে ফিরতেই পুরোনো পজিশন মিডল অর্ডারে ফিরতে হয় সাকিবকে। ভবিষ্যতেও মিডল অর্ডারেই দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।
২০১৭ সালে হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে যাওয়ার পর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে উঠে এসেছিলেন সাকিব। তিন নম্বরে সাকিব কতটা ভয়ংকর হতে পারেন সেটার প্রমাণ মিলেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। সেবার ২ সেঞ্চুরি ও ৫ সেঞ্চুরিতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব।

অন্যান্য ব্যাটিং পজিশনের তুলনায় সাকিব তিনে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। পরিসংখ্যানের দিকে তাকালে সেটা স্পষ্ট। ক্যারিয়ারে পাঁচটি পজিশনে ব্যাটিং করেছেন তিনি। যেখানে সবচেয়ে বেশি গড়ে রান তুলেছেন তিনে। যেখানে ৩৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৫৩৯ রান করেছেন সাকিব। যেখানে তার গড় ৪৯.৬৪।
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৬ জুলাই ২৫
যদিও হাথুরুসিংহে ফিরে তাকে পাঁচে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন। যেখানে সাকিব ৩৫.৬৫ গড়ে রান করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে হোয়াটওয়াশ এড়ানো ম্যাচে পাঁচে নেমে ৭৫ রানের ইনিংস খেলেছেন। ৫০ রানে জয় পাওয়ার ম্যাচের পর তামিম জানিয়েছেন, সাকিব চার কিংবা পাঁচে ব্যাটিং করবেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ওর (সাকিব) ব্যাটিং অর্ডার চার-পাঁচেই থাকবে, এটা চূড়ান্ত।’
আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ যখন আউট হয়ে সাজঘরে ফিরে যান তখন বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৯ রান। স্বীকৃত ব্যাটার হিসেবে তখন উইকেটে ছিলেন কেবল সাকিব। টেলএন্ডারদের নিয়ে বাংলাদেশের পুঁজি আড়াইশর কাছে নিয়ে যান তিনি। ফলে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর বাড়তি আত্মবিশ্বাস পায় স্বাগতিকরা। এদিকে বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তামিম।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সে দারুণ খেলেছে। সে যেভাবে টেলএন্ডারদের নিয়ে ব্যাট করেছে ২০-২৫টা বাড়তি রান যোগ করেছে তা বেশ গুরুত্বপূর্ণ ছিল। সত্যি বলতে উইকেটটায় তেমন স্পিন ছিল না, তবে সে যেভাবে বল করেছে তা সত্যিই দুর্দান্ত। এটা তাইজুলকে আত্মবিশ্বাস দিয়েছে, যে শুরুটা ভালো করেনি। সাকিব যেভাবে বল করেছে, তা দেখেছে তার সঙ্গে কথাও বলেছে... তো হ্যাঁ, আমার কাছে মনে হয় সে দারুণ পারফর্ম করেছে।’
সাকিবের শক্ত মানসিকতার প্রশংসা করে তামিম বলেন, ‘আমার মনে হয় সে মানসিকভাবে বেশ শক্ত। আপনি দেখবেন সে চাপে থাকলে এমন পারফর্ম্যান্স নিয়ে আসে, অতীতে করেছে, এখনও করে দেখাচ্ছে। আমি মনে করি সে মানসিকভাবে বেশ শক্তিশালী একজন মানুষ, আর তার যথেষ্ট স্কিলও আছে, এভাবে ফিরে আসার। তার মতো ভাগ্যবান মানুষ খুব বেশি নেই। সে ১০ ওভার বল করে, তার মতো করে ব্যাট করে। কিন্তু আমি মনে করি সে দুটো দিককেই ভালো করে ব্যবহার করে।’