অস্ট্রেলিয়ার নির্বাচকদের পদত্যাগ করা উচিত: গাভাস্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন
৭ জুলাই ২৫
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। যদিও সিরিজের তৃতীয় টেস্ট জিতে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে অজিরা। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শুরু থেকেই ছিল পিচ নিয়ে আলোচনা-সমালোচনা।
বিশেষ করে অস্ট্রেলিয়ার অনেক সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের একহাত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি মনে করেন ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন তোলার আগে নির্বাচকদের ব্যর্থতা দেখা উচিত।

অস্ট্রেলিয়া দলের রয়েছে একাধিক চোট সমস্যা। এমনকি ব্যক্তিগত কারণে বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে গেছেন দেশে। পারিবারিক কারণে অজি অধিনায়ক প্যাট কামিন্সও দলের সঙ্গে নেই। ফলে তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে স্টিভ স্মিথকে। সিরিজের শেষ টেস্টেও তাকেই নেতৃত্ব দিতে দেখা যাবে।
টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ
২ ঘন্টা আগে
গাভাস্কার জস হ্যাজেলউডের দিকে ইঙ্গিত করে বলেছেন, প্রথম দুই টেস্টে খেলার মতো ফিট না থাকলেও তাকে কেন দলের সঙ্গে বয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া। এখনও ভারত সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই অজি পেসারের সঙ্গে মিচেল স্টার্কও চোট সেরে না ওঠায় প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার জয় পাওয়া তৃতীয় টেস্টে যদিও ফিরেছেন স্টার্ক। এ ক্ষেত্রে নির্বাচকদের দায় দেখছেন গাভাস্কার। এতো সমস্যা নিয়েও অস্ট্রেলিয়া যেভাবে লড়াই করেছে তা নিয়ে প্রশংসা করেছে গাভাস্কার।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার অনেক সাবেক ক্রিকেটার বর্তমান দলের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করছে। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকদের সমালোচনা করা উচিত। তারা কী করে এমন ক্রিকেটারদের নির্বাচন করেছে, যারা প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য প্রথম একাদশেই জায়গা পায়নি। প্রায় অর্ধেক সিরিজ ধরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ১৩ জনের মধ্যে থেকে সেরা একাদশ বেঁছে নিতে বাধ্য হয়েছে।’
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন মিচেল সোয়েপসন। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাকা হয়ে ম্যাথু কুনেমানকে। যদিও এরই মধ্যে দলের সঙ্গে ছিলেন আরেক বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। কুনেমান এরই মধ্যে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলে ফেললেও অ্যাগার আছেন সাইড বেঞ্চেই। অস্ট্রেলিয়ার নির্বাচকদের ভুল পরিকল্পনা ধরিয়ে দিয়েছেন গাভাস্কার।
তিনি অজি নির্বাচকদের পদত্যাগ দাবি করেছে বলেন, ‘দলে এমন একজন নতুন ক্রিকেটার আনা হলো যার বিকল্প আগে থেকেই অস্ট্রেলিয়া দলে ছিল। তারা যদি মনে করে সেই ক্রিকেটার দলে থাকার যোগ্য নয়, তাহলে তাকে শুরু থেকে রাখা হলো। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে ১২ জনের মধ্যে থেকে ১১ জনকে বেছে নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। যা সত্যি হাস্যকর। যদি অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় তাহলে সব দায়িত্ব মাথায় নিয়ে নির্বাচকদের পদত্যাগ করা উচিত।’