promotional_ad

‘অবসর নেয়ার সেরা সময় ফেলে এসেছেন ওয়ার্নার’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

রঙিন বলের ক্রিকেট নিয়ে ডেভিড ওয়ার্নারের ভাবনাটা আপাতত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। সংক্ষিপ্ত সংস্করণে আরও বেশ কিছুদিন খেলতে টেস্টে নিজের শেষটাও ভেবে রেখেছেন বাঁহাতি ওপেনার। মাস চারেক আগে ওয়ার্নার নিজেই জানিয়েছিলেন, খুব বেশি হলে আর ১২ মাস সাদা পোশাকের ক্রিকেট খেলতে চান। অজি ওপেনারের দেয়া সময় অনুযায়ী ২০২৩ সালই হতে পারে ওয়ার্নারের সাদা পোশাকের শেষ বছর।


আরও খানিকটা নির্দিষ্ট করে বলতে হয়তো ইংল্যান্ডের মাটিতে এ বছরের অ্যাশেজই টেস্টে ওয়ার্নারে শেষ সিরিজ। তবে বাঁহাতি এই ওপেনার অবসর নেয়ার আদর্শ সময় পেরিয়ে গেছেন বলে মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, নিজের খেলা শততম টেস্টে ডাবল সেঞ্চুরির পর অবসর নিতে পারতেন ওয়ার্নার।


টেস্টে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ওয়ার্নারের। গত বছরের শেষদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে রান খরা কাটিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সেই ডাবল সেঞ্চুরির পরের তিন টেস্টে ভুগেছেন তিনি। ৫ ইনিংসে ব্যাটিং করে সর্বোচ্চ রান করেছেন মাত্র ১৫। ব্যাটিংয়ে কোনোভাবেই যেন স্বস্তি পাচ্ছিলেন ওয়ার্নার।


promotional_ad

ভারতের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকায় টেস্ট সিরিজে তার উপর অনেক প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ার। তবে সেটা পূরণ করতে পারেননি তিনি। বরং দুই টেস্টে ব্যর্থ হওয়ার পর চোট নিয়ে দেশ ফিরে গেছেন ওয়ার্নার। ফর্মহীনতায় ভুগতে থাকা এই ব্যাটারের অবসর প্রসঙ্গে কথা বলেছেন পন্টিং।


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

আইসিসির পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘দেখুন, কদিন আগে আমি রেডিওতে ছিলাম এবং অস্ট্রেলিয়াতে ফিরে এসেছিলাম। আমি ভেবেছিলাম অবসর নেয়ার জন্য ডেভির (ডেভিড ওয়ার্নার) এটাই সেরা সময়। আদৌতে যদি সে এটা নিয়ে ভাবতে থাকে। এটা সিডনি টেস্টের পরে।’


‘সে মেলবোর্নে ১০০??ম টেস্ট খেলেছে। স্পষ্টতই সেখানে প্রথম ইনিংসে সে ডাবল সেঞ্চুরি করেছে। ঘরের মাঠে এমন দর্শকদের সামনে সবাই ক্যারিয়ার শেষ করতে চায়। কে জানে হয়ত ডেভির জন্য এই সুযোগ আর আসবে না। আপনি জানেন এটা আরও ১২ মাস দূরে (অস্ট্রেলিয়াতে পরের অ্যাশেজ)।


চলতি বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার। এর কদিন পর সেখানে অ্যাশেজ খেলবে তারা। ইংল্যান্ডের মাটিতে পরিসংখ্যান পক্ষে নেই ওয়ার্নারের। ইংলিশদের মাটিতে খেলা ১৩ টেস্টে ওয়ার্নারের গড় মাত্র ২৬.০৪। তাই অ্যাশেজে জায়গা পেতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়ার্নারের ভালো করার বিকল্প দেখছেন না পন্টিং।


তিনি বলেন, ‘আমার মনে হয় তারা (ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা) অবশ্যই তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলাতে চাইবে। অ্যাশেজের আগে তাদের বড় সিদ্ধান্ত নেয়ার আছে। ভারতে আসার ক্ষেত্রে তারা যেমনটা নির্বাচন ইস্যু নিয়ে এসেছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball