promotional_ad

বাংলাদেশ সিরিজ শেষ উইল জ্যাকসের, ফিরে যাচ্ছেন দেশে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ে রিকেলটন-জ্যাকসের বদলি বেয়ারস্টো-গ্লিসন

১৬ মে ২৫
ফাইল ছবি

টম অ্যাবেলের চোটে বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন উইল জ্যাকস। সিরিজের প্রথম ম্যাচে অভিষেকও হয়েছেন তার। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় উরুতে চোট পাওয়ায় পুরো সফর থেকে ছিটকে গেলেন জ্যাকস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই ছিলেন জ্যাকস। তবে অ্যাবেলের চোটে কপাল ‍খুলে ইংলিশ ব্যাটারের। অ্যাবেল যখন চোট পান তখন নিউজিল্যান্ডে টেস্ট দলের সঙ্গে ছিলেন জ্যাকস। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের একাদশেও জায়গা মেলেনি তার। 


promotional_ad

যে কারণে অ্যাবেলের বদলি হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেয়া হয় জ্যাকসকে। ২০ ঘণ্টার বেশি সময় ভ্রমণ করে সিরিজ শুরুর দুদিন আগে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেন এই ব্যাটার। এরপর প্রথম ওয়ানডেতে অভিষেকও হয় তার। 


আরো পড়ুন

চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন

৭ জুলাই ২৫
ফাইল ছবি

যদিও নিজেকে মেলে ধরতে পারেননি জ্যাকস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার অভিজ্ঞতা থাকলেও সেটা কাজে লাগেনি তার। দুই ম্যাচে ব্যাটিং করে মাত্র ২৭ রান করেছেন জ্যাকস। বল হাতে অবশ্য একটি উইকেটে নিয়েছেন ডানহাতি এই স্পিনার। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন তিনি।


চোট থেকে সেরে উঠতে ৪৮ ঘণ্টার মাঝেই ইংল্যান্ডের বিমান ধরবেন জ্যাকস। যে কারণে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না তার। এখন পর্যন্ত জ্যাকসের বদলি কোনো ক্রিকেটারের নাম জানায়নি ইসিবি। নতুন কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে কিনা সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়।


জ্যাকস পারফর্ম করতে না পারলেও দল হিসেবে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ইংলিশদের কাছে হারায় সাত বছর পর ঘরের মাঠে কোনো সিরিজ খুইয়েছে তামিম ইকবালরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball