promotional_ad

তাসকিনকে দেখে শিখেছেন আর্চার-উডরা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

১৫ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

ঘরের মাঠে ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে বাকি থাকলেও বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারে শূন্য বলা ঠিক নয়। দুই ওয়ানডে'তে দেশের পক্ষে একমাত্র আশার প্রদীপ জ্বালিয়েছেন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, এই পেসারের বোলিং মুগ্ধতা ছড়িয়েছে প্রতিপক্ষ শিবিরেও।


মিরপুরে প্রথম ওয়ানডেতে ২১০ রান ডিফেন্ড করার লক্ষ্যে নামা বাংলাদেশকে আশার আলো দেখিয়েছিলেন তাসকিন। এই পেসারের দারুণ স্পেলে চাপে পড়েছিল ইংলিশরা। কিপটে বোলিংয়ে শুরুর দিকের ৭ ওভারে এক উইকেট নিয়ে মাত্র ১৩ রান দিয়েছিলেন। 


promotional_ad

ম্যাচের গুরুত্বপূর্ণ অংশে জস বাটলারকে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরেও ফিরিয়েছিলেন তাসকিন। ৯ ওভারে এক উইকেট নিয়ে ২৬ রান দলেও বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও শুরুর স্পেলে ভালো করেছিলেন তাসকিন। শেষ দিকে রান দিলেও এই পেসারের প্রাপ্তি ছিল ৩ উইকেট।


আরো পড়ুন

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

১৩ মার্চ ২৫
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

তাসকিনের এই পারফরম্যান্স দেখেই নিজেদের ভুল শুধরেছে ইংলিশরা। এই কন্ডিশনে কীভাবে ও কোন লেন্থে বল করতে হয় সেটা বুঝেছেন আর্চার-উডরা। চট্টগ্রামে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উড। সঙ্গে জানিয়েছেন, তাসকিনের ওপর মুগ্ধ হওয়ার বিষয়টিও।


উড বলেন, 'তাসকিন খুব চিত্তাকর্ষক। আমার মনে হয় সে সবাইকেই মুগ্ধ করেছে, শুধু আমি না। পুরো দলই বলছিল কী দারুণ বল সে করেছে। এবং খুব গতিতেও করেছে। ভালো জায়গায় বল ফেলেছে। প্রথম খেলায়, আমাদের পেসারদের বরং সেই দেখিয়েছে কোথায় বল করতে হয়।'


'তার পারফরম্যান্স থেকে আমরা অনেক কিছু নিয়েছি। আমি, জোফরা (আর্চার) এবং ওয়াকসি (ক্রিস ওকস) নিয়েছি। যে জায়গায় সে বল করেছে আমরা খুবই চাপে পড়েছি। সে আঁটসাঁট ছিল। শুধু উইকেট নেয়নি, রানও আটকে রেখেছিল। দুর্দান্তভাবে চিত্তাকর্ষক, যার বিপক্ষে খুব ভালো খেলতে হবে। আমি চাই না সে খারাপ করুক। তবে অনেক উইকেট নিয়ে ম্যাচ একপেশে করে ফেলবে এটাও আশা করি না' যোগ করেন তিনি।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। সোমবার শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে ইংলিশরা। এই সিরিজ দিয়েই ঘরের মাঠে শেষ সাত বছরে প্রথমবারের মত সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার ৯ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে তামিম ইকবালের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball