promotional_ad

আমি টপ অর্ডারে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি: রনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

রহমানুল্লাহ গুরবাজের মতো পরীক্ষিত ওপেনার থাকার পরও রংপুর রাইডার্সের ওপেনিংয়ে নাইম শেখের সঙ্গে দেখা গেছে রনি তালুকদারকে। নাইম কখনও কখনও তিন-চারে ব্যাটিং করলেও রনি ছিলেন পুরোদস্তুর ওপেনার। দারুণ পারফরম্যান্সে বিপিএল মাতানো রনির ডাক পড়েছে জাতীয় দলে। বাংলাদেশের জার্সিতেও নিজের পছন্দের পজিশনে খেলতে চান রনি।


মারকুটে ব্যাটিংয়ের জন্য ঘরোয়া ক্রিকেটে রনির বেশ সুনাম রয়েছে। তবে কখনই নিজেকে সেভাবে পুরোদমে মেলে ধরতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে দু-এক ইনিংসে বেশ আলোও ছড়িয়েছিলেন রনি। তবে ধারাবাহিকতায় ছিলেন বিবর্ণ। ক্যারিয়ারে যখন শেষের ডাক পড়তে শুরু করেছে তখনই যেন নতুনভাবে আবির্ভূত হয়েছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।


বিপিএলের সবশেষ আসরে রনি ছিলেন নিজের একেবারে সেরা সময়ে। এবার শুধু মারকুটে ব্যাটিং না করে মস্তিষ্ক খাটিয়ে সাফল্য পেয়েছেন রনি। পুরো বিপিএলে রংপুরের জার্সিতে খেলেছেন ১৩ ম্যাচ। তিন হাফ সেঞ্চুরিতে ৩৫ গড়ে করেছেন ৪২৫ রান। ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রনি ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।


promotional_ad

এমন পারফরম্যান্সে ৮ বছর পর কপাল খুলেছে রনির। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া রনির ডাক পড়েছে ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটের সিরিজে। লাল-সবুজের জার্সিতে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা রনি জাতীয় দলে ফিরে বেজায় খুশি। রনি বলেন, ‘খুব ভালো লাগছে। এটা সত্যিই ভালো লাগার মতো বিষয়।’


ক্রিকফ্রেঞ্জিকে বিপিএলে এমন ধারাবাহিক পারফরম্যান্স ও নিজের পরিকল্পনার কথাও শুনিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এ প্রসঙ্গে রনি বলেন, ‘ভালো করার পরিকল্পনা ছিল। কারণ আমি কীভাবে ভালো খেলবো, ম্যাচ জেতাতে পারবো ওই পরিকল্পনা নিয়েই আমি পুরোটা সিজন খেলেছি।’


একাদশে জায়গা পেতে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের সঙ্গে লড়াই করতে হবে রনিকে। হৃদয় তিন কিংবা চারে ব্যাটিং করলেও শান্ত ও লিটনের পছন্দের জায়গায় ওপেনিং। বিপিএলের সবশেষ আসরের পাঁচশর বেশি রান করা ও বিশ্বকাপে ভালো করায় ওপেনিংয়ে শান্তর জায়গাটা একেবারে নিশ্চিত।


লিটনও বাংলাদেশের নিয়মিত ওপেনার। কদিন আগে শ্রীধরন শ্রীরামের অধীনে অবশ্য তিন-চারেও ব্যাটিং করতে দেখা গেছে তাকে। যদিও সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে লিটন খেলেছেন নিজের পছন্দের জায়গাতেই। লিটন যদি ওপেনিংয়েই খেলেন তাতে রনি একাদশে সুযোগ পেলেও খেলতে হতে পারে তিন-চারে।


রনিরও চাওয়া বাংলাদেশের হয়েও টপ অর্ডারে ব্যাটিং করা। ওপেনিংয়ে জায়গায় পেলে সেটা হবে তার জন্য আরও ভালো ব্যাপার। রনি বলেন, ‘হ্যাঁ (বিপিএলে ওপেনিংয়ে খেলেছি)। আপনারা তো জানেন আমি টপ অর্ডার ব্যাটার, আমি উপরে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। দোয়া করবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball