প্রিমিয়ার লিগে মোহামেডান-আবাহনী দলে তারকাদের ছড়াছড়ি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে ডিপিএলের দল-বদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।
কাগজে কলমে বেশ শক্তিশালী দল বানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদরাও খেলবেন এই দলে।

বরাবরের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের ছড়াছড়ি দেখা গেছে আবাহনী দলে। দলটিতে আছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেন হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
মোহামেডান স্পোর্টিং ক্লাব- সৌম্য সরকার, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, আব্দুল মজিদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, রুবেল মিয়া, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, রুয়েল মিয়া এবং মুশফিক হাসান।
আবাহনী লিমিটেড- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেন হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকের আলী অনিক, মুনিম শাহরিয়ার, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, নাহিদুল ইসলাম, তানভির আহমেদ এবং রিপন মন্ডল।