promotional_ad

দলে কেউ অটো চয়েজ না: তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সর্বশেষ ৫ ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের শিকার ২ উইকেট। তার ওপর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন খরুচে। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতেও ছিল একই চিত্র। তবে বাকি ৩ ম্যাচে মিতব্যয়ী বোলিং করেও পেয়েছেন মাত্র এক উইকেট।


তাই ঘরের মাঠে সিরিজ হারের পর অধিনায়ক তামিম ইকবালকে উত্তর দিতে হলো, মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। এ ছাড়া অধিনায়ক স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিলেন, শুধু মুস্তাফিজ নয়, দলের কেউই অটো চয়েজ নয়। 


এই ৫ ম্যাচের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পাশাপাশি সর্বশেষ ৪ সিরিজের ১৪ ম্যাচে ডানহাতি এই পেসারের শিকার ১৪ উইকেট। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আলোচনায় আসতে হচ্ছে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে।


promotional_ad

সংবাদ সম্মেলনে আসা তামিমকে প্রশ্ন করা হয়েছিল, মুস্তাফিজ কি নিজেকে দলের অটো চয়েজ ভাবেন কিনা? উত্তরে দলপতি বলেন, অটোচয়েজ বলে কোন কথা নেই, আমি অধিনায়ক তবুও আমি অটোচয়েজ না। আমি নিয়মিত পারফরম না করলে আমিও দলে থাকব না।'


'এটা ঠিক আমাদের অনেক বিশ্বাস তার ওপর। কারণ সে আগেও করেছে। আমি আগেও বললাম ওর রক্ষণাত্মক স্কিলটা দারুন শুধু ওর উইকেটটেকিং স্কিলটা বাড়াতে হবে। কোন ক্রিকেটারই সবসময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে' যোগ করেন তিনি।


সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এমনও প্রশ্ন ওঠে যে দল কি মুস্তাফিজের থেকে সম্পূর্ণ সার্ভিস পাচ্ছে কিনা। তবে তামিম জানিয়েছেন, অবশ্যই এই পেসারের থেকে আরও ভালো কিছু চান তিনি। পরের ম্যাচ থেকে সে ভালোভাবে ফিরবে বলেও আশাবাদী অধিনায়ক।


তামিম আরও বলেন, 'এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কিনা। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভাল কিছু চাইবো। যখন আমি মাত্র দুটো পেসার নিয়ে খেলব তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।'


'ওর কিন্তু রক্ষনাত্মক স্কিলটা দারুণ। এর সঙ্গে উইকেটটেকিং ক্ষমতাটা যোগ করতে পারে তাহলে দারুণ হবে। এটা মুস্তাাফিজও জানে, সে এটা নিয়ে কাজ করছে। আশাকরি পরের ম্যাচে সে ভালো ভাবে ফিরবে'। যোগ করেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball