সতীর্থদের দিকে আঙুল না তুলে সমর্থন দিতে চান তামিম
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
৪ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়ে যে বয়সের ছাপ পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। সময় যত বাড়ছে অভিজ্ঞ এই ব্যাটারের ফর্ম কিংবা একাদশের জায়গা নিয়ে তত বেশি প্রশ্ন উঠছে। যদিও মাহমুদউল্লাহর উপর থেকে আস্থা হারাচ্ছেন না তামিম ইকবাল। সতীর্থদের দিকে আঙুল না তুলে তাদের সমর্থন দিতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এক সময় বাংলাদেশের লোয়ার অর্ডারের ভরসা ছিলেন মাহমুদউল্লাহ। দলের বিপর্যয়ে হাল ধরতেন আবার কখনও ম্যাচ বের করে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসাতেন। অথচ সেই মাহমুদউল্লাহই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনে রয়েছেন তিনি।

এই সময়ে ৩৫ ম্যাচে ৯৬৬ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। চল্লিশের বেশি গড়ে রান তোলা মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ৭৩.৯০। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করেন সেখানে এমন স্ট্রাইক রেট খানিকটা বেমানানই বটে। দ্রুত রান তুলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে ৩৬ বছর বয়সি এই ব্যাটারকে।
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
যদিও ঢাল হয়ে দাঁড়িয়েছেন তামিম। সেই সঙ্গে একই সিরিজে মাহমুদউল্লাহকে নিয়ে বারবার প্রশ্ন করা পছন্দ করেননি বাংলাদেশের অধিনায়ক। তামিম বলেন, ‘দেখেন এখন স্ট্রাগল যে বিষয়টা বলছেন, বারে বারে আমি এক জিনিস বলতে আমি খুব বেশি বলতে পছন্দ করি না। এক সিরিজ আগেই উনি ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। একটা সিরিজের মধ্যে যদি প্রতিবার একই প্রশ্ন করা হয় বা ওনাকে চাপে ফেলা হয়।’
‘এটা দলের জন্য স্বাস্থ্যকর না, আপনার নিজের দেশেরই খেলোয়াড় কিন্তু। সাথে আপনার সাথে এটাও বলব, আমাদের সবারই ভালো করার সুযোগ আছে, সেটা সব দিক দিয়েই। আমি এই দলের অধিনায়ক, কোনো দিনও পছন্দ করি না কারও দিকে আঙুল দিতে, আমি এখানে ওদের সমর্থনই দিতে চাইব।’
বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু করলেও ঠিকঠাক শেষ করতে পারেন না। সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ ব্যাটারই আটকে যান ৩০ কিংবা ৪০ রানের মাঝে। যারা হাফ সেঞ্চুরি পান তারা সেটা সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন না। প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত আটকে গিয়েছিলেন ৫৮ রানে। একই পথে হেঁটেছেন সাকিব আল হাসান।
তামিম নিজেও ৩৫ রান করার পর উড়িয়ে মারতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। ব্যাটাররা বড় রান করতে না পারলেও তারা ধুঁকছেন বলে মনে করেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, ‘আমি কিন্তু বলিনি প্রথমে যে আমরা ব্যাটাররা ধুঁকেছি, আমি বলেছি ৩০ রান করলে সেটাকে একশতে রূপান্তর করতে পারি না।’