পুরো আইপিএলে খেলবেন আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

১ ঘন্টা আগে
গ্যারি কারস্টেন (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ফটো

একের পর এক চোটে প্রায় দুই বছর ছিলেন মাঠের বাইরে। মিস করেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ সালের মার্চে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন জোফরা আর্চার। সেই চোট বয়ে বেড়াতে হয়েছে ১৮ মাস। সেই চোট কাটিয়ে গত বছরের নভেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই ইংলিশ পেসার। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে খেলেছেন তিনি।


ইংল্যান্ডের সীমিত ওভারের দলের সঙ্গে এসেছেন বাংলাদেশ সফরেও। সামনেই রয়েছে বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে নিজেকে তৈরি করছেন আর্চার। এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন কিনা তা নিয়েও ছিল ধোঁয়াশা।


যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে পুরো আইপিএলেই খেলবেন আর্চার। যদিও এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি ইসিবি ও আর্চারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স মিলে ঠিক করবে বলে জানিয়েছেন ইসিবির এক কর্মকর্তা।


promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'তার পুরো আইপিএলেই খেলার কথা রয়েছে। বরাবরের মতো তার ফ্র্যাঞ্চাইজি এবং ইসিবি সব সময় তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টে দেখভাল করে। জোফরা অবশ্যই খেলবে।'


আগামী ২ এপ্রিল আইপিএল শুরু করবে মুম্বাই। নিজেদের প্রথম ম্যাচে তারা লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচ দিয়েই আবারও আইপিএলে ফেরার কথা রয়েছে আর্চারের। ২০২২ আইপিএলের নিলাম থেকে ৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল মুম্বাই।


যদিও ২০২২ সালের আসরে তার বল হাতে ফেরা হয়নি। এরপরও মুম্বাই ধরে রেখেছিল ইংল্যান্ডের এই এক্সপ্রেস বোলারকে। আর্চার ইনজুরি কাটিয়ে এসএ টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক ফ্র্যাঞ্চাইজি এমআই ক্যাপটাউনের হয়ে ৫টি ম্যাচে খেলেছেন।


২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আর্চার। সে বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। হয়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও। এর আগে অ্যাশেজ সিরিজে ২২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এ বছরও প্রত্যাবর্তনের বছরটির মতোই পারফর্ম করতে চান।


কদিন আগেই আর্চার বলেছেন, ‘আশা করছি, এ বছরটাও ২০১৯ সালের মতো হবে। আমরা আবারও একই বছরে ৫০ ওভারের বিশ্বকাপ ও অ্যাশেজ পেতে যাচ্ছি। পেছনে ফিরে দেখার কোনো কারণই নেই। চোটের সঙ্গে লড়াই শেষে এত দূর এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


এদিকে আর্চার ফিরলেও আইপিএলে এবার দেখা যাচ্ছে না জসপ্রিত বুমরাহ-আর্চার জুটি। কারণে ইনজুরি কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি বুমরাহ। তার মাঠে ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ফলে আর্চারকে ঘিরেই বোলিং পরিকল্পনা সাজাতে হবে মুম্বাইকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball